Home আপডেট Adhir on Garden Reach building collapse: এটা একধরণের খুন, গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ায় ফিরহাদের গ্রেফতারি চাইলেন অধীর

Adhir on Garden Reach building collapse: এটা একধরণের খুন, গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ায় ফিরহাদের গ্রেফতারি চাইলেন অধীর

Adhir on Garden Reach building collapse: এটা একধরণের খুন, গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ায় ফিরহাদের গ্রেফতারি চাইলেন অধীর

[ad_1]

গার্ডেনরিচে নির্মিয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারি দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলের নেতা অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে গার্ডেনরিচের মৃত্যুমিছিলের জন্য ফিরহাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

আরও পড়ন: ‘‌আমরা সু্প্রিম কোর্টের তত্ত্বাবধানে ২০২৪ নির্বাচন চাই’‌, বিজেপিকে ঠুকে দাবি ডেরেকের

অধীরবাবু বলেন, ‘ক্রাইম করেছে, ক্রাইম! এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এটা এক ধরণের খুন। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? যাদের দায়িত্বে কলকাতা শহর, তাদের পাড়াতেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহুতল উঠছে। ভদ্রতা, নৈতিকতা জানলে তার এখনই পদত্যাগ করা উচিত। আর বাংলার মুখ্যমন্ত্রীর উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদের থেকে নামিয়ে গ্রেফতার করে জেলে ভরা’।

এই ঘটনায় তৃণমূলের দুর্নীতিকে দায়ী করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গার্ডেনরিচ হচ্ছে বেআইনি নির্মাণের ঘাঁটি। ওখানে প্রায় প্রতিটি বিল্ডিংই বেআইনি। সাধারণ মানুষের দোষ নেই, তারা টাকা দিয়ে কিনেছে। কাউন্সিলরকে স্কোয়ার ফিটে টাকা দিয়েছে তারা। সেই জন্যই তো কাউন্সিলররা ৩ কোটি টাকা দামের গাড়ি কেনার সাহস পায়। সরকার সব জানে। মালের ভাগ পায়। তাই চুপ করে বসে আছে।

আরও পড়ুন: চোর আর শিক্ষক তো একসঙ্গে তর্ক করতে পারে না, অভিষেককে জবাব সুকান্ত মজুমদারের

স্থানীয়দের দাবি, এলাকায় একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। কোনও নির্মাণ পুরোটাই বেআইনি। কোনওটায় আবার ওপরের কয়েকটি তল বেআইনি। নির্মাণ বেআইনি হলেও সেখানকার বাসিন্দাদের থেকে কর নেয় পুরসভা। তাহলে সেই ফ্ল্যাটের মালিক কী করে বুঝবে যে ফ্ল্যাট বেআইনি? প্রতিবাদ করতে গেলে যখন তখন গুলি করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here