Home খেলাধুলো দেরাদুনের মাটিতে আফগানদের নয়া ইতিহাস

দেরাদুনের মাটিতে আফগানদের নয়া ইতিহাস

দেরাদুনের মাটিতে আফগানদের নয়া ইতিহাস

● আয়ারল‍্যান্ড :-

১ম ইনিংস

১৭২/১০

২য় ইনিংস

২৮৮/১০

● আফগানিস্তান :-

১ম ইনিংস :-

৩১৪/১০

( রাহমত ৯৮)

২য় ইনিংস :-

১৪৭/৩

(রাহমত ৭৬)

নিউট্রাল টেস্ট ভেনু হিসেবে ভারতের মাটিতে দেরাদুনে প্রথমবার সম্মুখ সমরে নেমেছিল আয়ারল‍্যান্ড এবং আফগানিস্তানের ক্রিকেটাররা। টি-২০,একদিনের ক্রিকেট ,আইপিএলের মন্ঞ্চে ধারাবাহিক সাফল‍্যের পরে আফগান ক্রিকেটাররা সাদা জার্সিতে টেস্ট এরিনায় দেশের হয়ে ইতিহাস গড়লেন আয়ারল‍্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট ম‍্যাচ জিতে।আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের জন্য টেস্ট ম্যাচ জিতে নিল আফগানিস্তান৷ প্রসঙ্গত এটিই অফগানিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়৷

ম্যাচের সেরা হয়েছেন রাহমাত শাহ৷ দুই ইনিংসে ৯৮ এবং ৭৬ রানের রাহুল দ্রাবিড়সুলভ ইনিংস খেলে আফগানদের হয়ে জয় এনে দিলেন তিনি।

২০১৭ সালে টেস্ট খেলিয়ে দেশের তকমা পাওয়ার পর নিজেদের দ্বিতীয় টেস্টেই জয় পেল আফগানিস্তান৷ ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরেছিল রাশিদরা৷ দেরাদুনে এক ম্যাচের টেস্ট সিরিজে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড৷ প্রথমে ব্যাট করে ১৭২ রান তোলে আইরিশরা৷ আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ নবি, ইয়ামিন আহমেদজাই৷ রাহমত শাহের ৯৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১৪ রান করেন আফগানরা। আসগর ৬৭ রান করেন৷ দ্বিতীয় ইনিংসে রাশিদের ৫ উইকেটের সুবাদে আইরিশদের ইনিংস ২৮৮ রানেই শেষ হয়ে যায়। জয়ের জন্য টার্গেট ছিল ১৪৭ রান৷ রাহমতের ৭৬ রানের ইনিংসে ভর করে তিন উইকেট হারিয়েই লক্ষে পৌঁছে যায় আফগানিস্তান৷