Home লাইফস্টাইল প্রকাশিত হল অগ্রদূত ঘটকের নতুন উপন্যাস ‘অতনুর শুঁয়োপোকা’

প্রকাশিত হল অগ্রদূত ঘটকের নতুন উপন্যাস ‘অতনুর শুঁয়োপোকা’

প্রকাশিত হল অগ্রদূত ঘটকের নতুন উপন্যাস ‘অতনুর শুঁয়োপোকা’
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

সম্প্রতি কলকাতার বুকে মুক্তি পেল অগ্রদূত ঘটকের লেখা প্রথম বাংলা উপন্যাস ‘অতনুর শুঁয়োপোকা’। প্রবাসী বাঙালি লেখকের লেখনীর মাধ্যমে উঠে এল তার কঠিন পরিশ্রমের গল্প। বইটি লিখতে তাঁর সময় লেগেছে ৪ বছর। একটি ১২ বছরের ছেলেকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই গল্পের মূল প্লট । বারো বছরের বালকের ‘প্রজাপতি’ হয়ে ওঠার কাহিনীই হল এই উপন্যাসটি। দীপ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে ‘অতনুর শুঁয়োপোকা’ উপন্যাসটি। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং প্রচেত গুপ্ত, প্রকাশক দীপ্তাংশু মণ্ডল সহ বিশিষ্টজনরা। প্রসঙ্গত উল্লেখ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম ছিল ‘ঘুনপোকা’ ।