Home ব্লগবাজি অজ্ঞাত ছাপ ~ নীল অভিজিৎ

অজ্ঞাত ছাপ ~ নীল অভিজিৎ

0
অজ্ঞাত ছাপ   ~       নীল অভিজিৎ
অজ্ঞাত ছাপ-
মনের গতিবিধির কথা
মন-মালিকের অজ্ঞাত,
এ-মন—
কখন, কতবার, কাকে ভালোবেসেছে
তার হিসাব না নাওয়াই শ্রেয়!
একথা মানছি
দেহ-সর্বস্বে মনের সম্পর্ক আছে
মন না চাইলে তাই–
সজ্ঞানে দেহ নাড়ানো বড়ই কঠিন
ভালোবাসা বহুমুখী,
বহু স্রোত তার-
যুগে যুগে বিভিন্ন কাহিনী
তার দৃষ্টান্ত রেখে গেছে!
কিন্তু চরিত্র আলাদা জিনিষ,
সেটার সাথে প্রেম ও ভালোবাসাকে
মেলানো যায়’না,
চরিত্র, নিজ আত্মমর্যাদার সাথে-
সহাবস্থান করে!
যা কখনই বা কোন ভাবে
বিক্রি করা যায় না,
মানুষ নিজের একটা স্বতন্ত্র আস্থায়  বিশ্বাসী,
চিরকাল সমাজে যেটা–
একান্ত ব্যাক্তি চরিত্রের ছাপ রেখে যায়!
নীল অভিজিৎ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here