ওয়েব ডেস্ক~ হিপ এবং নি অর্থাৎ নিতম্ব এবং হাটুর জয়েন্টের চিকিৎসাকে ডাক্তারী পরিভাষায় বলে “আর্থোপ্লাস্টি”। এই পদ্ধতিতে প্রতিবছর এইএমসে প্রায় ৬০০ মানুষের অপারেশন করা হয়। যার মধ্যে ২৫% মানুষের ক্ষেত্রেই দ্বিতীয়বার এই অপারেশন করতে হয়। তাই একবার অপারেশনের পর যাতে আর দ্বিতীয়বার এই অপারেশন করার প্রয়োজন না পরে সেইজন্যই দেশের সমস্ত এইএমসে নতুন পদ্ধতিতে এই চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই পদ্ধতিতে চিকিৎসার ফলে কমবে সলোকেশান,ইনফেকশান,স্টিফনেস,
Facebook Comments