ওয়েব ডেস্কঃ আমেরিকার এক ব্যস্ততম রাস্তায় চলন্ত গাড়ী থামিয়ে জোরপূর্বক সেটিকে চুরি করার দুঃসাহসিক চেষ্টা করতে এক তরুণকে দেখা যায়। কিন্তু, বাদ সাধলেন গাড়ির চালক। গাড়ী থামানো তো দূরে থাক, উল্টে মাঝ রাস্তায় এভাবে গাড়ী থামানোর চেষ্টা করায় বিপদের আঁচ করতে পেরে ভেতরে থাকা গাড়ীর চালক উক্ত গাড়ীটির গতিবেগ আরও বাড়িয়ে দেন। গাড়ির গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে আচমকাই ওই ব্যক্তির নিন্মাঙ্গের পোশাক মাঝ রাস্তায় খুলে পড়ে। ফলে, মাঝ রাস্তায় অর্ধনগ্ন হয়ে যান ওই তরুণ। কিন্তু, গাড়ির চালক তাতেও থামেননি। এদিকে , এই পুরো ঘটনাটাই নিজের ক্যামেরায় বন্দী করেন রাস্তার অপরপাশে থাকা এক ভারতীয় পাঞ্জাবী পরিবারের মহিলা এবং তাতেই সেই ভিডিও আপাততো নেটদুনিয়ায় ভাইরাল।
দেখুন সেই ভিডিও..
Facebook Comments