Home পাঁচমিশালি জেনে নিন, কোন রঙের গোলাপ কার জন্য সঠিক প্রযোজ্য….

জেনে নিন, কোন রঙের গোলাপ কার জন্য সঠিক প্রযোজ্য….

জেনে নিন, কোন রঙের গোলাপ কার জন্য সঠিক প্রযোজ্য….

ওয়েব ডেস্কঃ  আপনি কি গোলাপ উপহার দেবার কথা ভাবছেন? আমরা অনেক সময় ভুল লোককে ভুল গোলাপ উপহার দিয়ে থাকি। হয়তো আমরা জানতেও পারি না, যে রঙের গোলাপ উপহার কাউকে উপহার দিলাম , ব্যক্তির পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সেই গোলাপ হয়ত তার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Image result for rose show love

তাই আসুন জেনে নেওয়া যাক গোলাপের বর্ণ বিষয়ে, যেখান থেকে আপনি স্পষ্ট জানতে পারবেন যে কোন গোলাপ কাকে উপহার দেওয়া উচিত। আপনার প্রিয় প্রাণের মানুষ ছাড়াও গোলাপ কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তিকে উপহার দেওয়া চলে। এই আকর্ষণীয় ও সৌন্দর্য মণ্ডিত ফুলটি শুধু যে তার গন্ধের জন্য অতুলনীয় তাই নয় বিভিন্ন বর্ণের গোলাপ বিভিন্ন অর্থ বহন করে এবং সেই অর্থবাহী গোলাপ রং অনুযায়ী আপনি আপনার সেরকম ব্যক্তিত্বপূর্ণ কোন বন্ধুকে উপহার করতে পারেন।

লাল গোলাপ–

Related image
আপনি যদি কাউকে বলতে চান আমি ‘তোমাকে ভালোবাসি’ তাহলে অতি অবশ্যই আপনার প্রাণের মানুষটির জন্য লাল গোলাপ পছন্দ করুন। কারণ লাল হল ভালোবাসা ও প্রেমের প্রতীক। শুধু তাই নয় লাল হল সৌন্দর্য, রোমান্স, প্যাশন এবং সাহসিকতা ও শ্রদ্ধার প্রতীক। এছাড়াও কাউকে অভিনন্দন জানাতে হলে অতি অবশ্যই লাল গোলাপের প্রয়োজন হয়।

সাদা গোলাপ —

Image result for white rose
পবিত্রতা, সারল্য, গোপনীয়তা, নিস্তব্ধতা, নিষ্ঠা ও সম্মান, গভীর শ্রদ্ধা, নম্রতা, তারুণ্য ও স্বর্গীয় সৌন্দর্যের বর্ণনায় সাদা গোলাপ ব্যবহৃত হয়।

গাঢ় বার্গান্ডিগোলাপ —

Related image
অচেতনতায় সৌন্দর্য অর্থাৎ পাগল করা মনমাতানো সৌন্দর্যের বর্ণনায় গাঢ় বার্গান্ডি রঙের গোলাপ ব্যবহৃত হয়।

Related image

বৈবাহিকী সাদা গোলাপ– ( ব্রাইডাল হোয়াইট)
এই ধরণের সাদা গোলাপ সুখী দাম্পত্য ও ভালবাসার প্রতীক হিসাবে চিহ্নিত।

গোলাপি গোলাপ–

Related image
কারোর তারিফ বা প্রশংসা করতে হলে, অনুগ্রহ আদায় করতে হলে বা কাউকে ধন্যবাদ জানাতে হলে গোলাপি গোলাপের প্রয়োজন হয়। সুখী মনের পরিচয় দিতে, নম্রতার বর্ণনায় এই গোলাপের অবদান অনস্বীকার্য।

গাঢ় গোলাপিগোলাপ —

Image result for white rose
কাউকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে হলে বা তারিফ করতে হলে এই গোলাপ অনবদ্য।

হালকা গোলাপিগোলাপ  —

Image result for white rose
কারোর প্রশংসা করতে, সহানুভূতি জানাতে, নম্রতা, মনের খুশি ও আনন্দ ব্যক্ত করতে এবং কোন সৌন্দর্যের মিষ্টত্বের বর্ণনায় হালকা গোলাপি গোলাপ কাউকে দেওয়া যেতেই পারে।

হলুদগোলাপ —

Image result for yellow rose
আনন্দ, খুশি, বন্ধুত্ব, নতুন শুরুর প্রতিজ্ঞা, ফিরে আসার অভ্যর্থনা জানাতে, স্মৃতির পুনরুত্থান করতে, কারোর কাছে নিজের কেয়ার করা প্রতিপন্ন করতে, এমনকি হিংসার ক্ষেত্রেও হলুদ গোলাপের ব্যবহার হয়।

লাল ছিঁটে দেওয়া হলুদ গোলাপ–

Image result for red dotted yellow rose
বন্ধুত্ব প্রতিপন্ন করতে এবং প্রেমে পরলে তা জানাতে এই গোলাপের জুড়ি মেলা ভার।

কমলাগোলাপ —

Image result for orange rose
উদ্যম, উদ্দীপনা ও মনের ইচ্ছা ব্যক্ত করতে কমলা গোলাপের অবতারনা হয়।

সাদা ও লালগোলাপ —

Image result for red and white rose
এই ধরনের গোলাপ সাধারনতঃ ঐক্য বা একত্রিত থাকার কথা বর্ণনা করে।

লাল ও হলুদগোলাপ —

Image result for red and yellow roses
উৎফুল্লতা ও আনন্দের বর্ণনায় এই গোলাপের ব্যবহার হয়।

পিচ রঙের গোলাপ —

Image result for peach roses
কোন কিছুর তারিফ করতে, কোন কর্মসূচীর শেষ হলে তার ঘোষনায়, একত্রিত হবার কথা বলতে হলে, কৃতজ্ঞতা জ্ঞাপন বা আন্তরিকতা জানাতে হলে এই রঙের গোলাপ অনবদ্য।

হালকা পিচগোলাপ —

Related image
বিনয় ও শিষ্টাচার দেখাতে হলে হালকা পিচ রঙের গোলাপ অসাধারণ।

কোরালগোলাপ —

Image result for coral roses
মনের ইচ্ছা ব্যক্ত করতে হলে কোরাল রঙের গোলাপের কথা ভাবতে পারেন।

ল্যাভেন্ডারগোলাপ —

Image result for lavenderroses
প্রথম দর্শনে ভালবাসা ব্যক্ত করতে হলে বা কারোর প্রতি আকর্ষণ বোঝাতে হলে ল্যাভেন্ডার রঙের গোলাপের থেকে ভাল আর কিছু হতে পারে না।

কালো গোলাপ–

Image result for black roses
অসাধারণ সুন্দর এই গোলাপটি কিন্তু কারোর মৃত্যু বা বিদায় অর্থ বহন করে।

নীল গোলাপ–

Image result for blue roses
অপ্রাপ্তির যন্ত্রণা, অসম্ভব কিছু বা অব্যক্ত যন্ত্রণাময় ভালবাসার প্রকাশ করতে হলে নীল গোলাপের অবতারণা হয়।

যেকোন একরঙা গোলাপ–

Image result for blue roses
সারল্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে এই গোলাপের অবতারণা হয়।

লাল গোলাপের কুঁড়ি–

Related image
খাঁটিত্ব এবং ভালবাসার পরিচয়জ্ঞাপক এই লাল গোলাপের কুঁড়ি।

সাদা গোলাপের কুঁড়ি–

Related image
বালিকাবস্থার কথা বলতে গেলে সাদা গোলাপের কুঁড়ি ব্যবহৃত হয়।

কাঁটাহীন গোলাপ —

Image result for thornless roses
প্রথম দর্শনে ভালবাসার প্রকাশ ঘটাতে কাঁটাহীন গোলাপের থেকে আর ভাল কিচ্ছু হতে পারেনা।

গাঢ় লাল গোলাপ–

Related image
এটা অসাধারণ সৌন্দর্যের বর্ণনায় ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here