
ফের ক্রিকেট মাঠে ফিরলেন রামান লাম্বা,ফিল হিউজের স্মৃতি। বাঁ-হাতি ব্যাটসম্যান বিবেক সিংহকে বল করার সময় ঘটে দুর্ঘটনাটি। সেসময় বল করছিলেন অশোক দিন্ডা। একটি বলে সোজা ব্যাটে স্ট্রোক স্ট্রেট ড্রাইভ খেলেন বিবেক। ফলো থ্রুতে দিন্দা হাত দিয়ে বল প্রতিহত করার চেষ্টা করেন কিন্তু তি বেশ জোরে গিয়ে মাথায় আঘাত করে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য। শেষ পাওয়া খবর পর্যন্ত আপাতত সুস্থ আছেন দিন্দা।
Facebook Comments