Home ব্লগবাজি আত্মসংযম শুদ্ধি ~ প্রিয়াঙ্কা সরকার

আত্মসংযম শুদ্ধি ~ প্রিয়াঙ্কা সরকার

0
আত্মসংযম শুদ্ধি  ~  প্রিয়াঙ্কা সরকার

“আত্মসংযম শুদ্ধি”

প্রিয়াঙ্কা সরকার 

 

বিকায় মন বিকৃত করণ,
খবরের পাতায় স্বচ্ছ প্রতিবেদন,
মৌলিক কায়ার নিবেদন –
তাই না?
ভগ্নাংশের প্রাচীরে জেগে ওঠা বাস্তব,
ধ্বংস আলাপ শুদ্ধিকরণ,
আহা, এটাই জীবন শুদ্ধি।

এই, কালকের পত্রিকা দেখেছিস নাকি! 
কি সমাজের ভোল বদল তাই না?
নেপথ্যে মনের ভবানী,
এই বেশ ছিল ঐ খবরটা।
আরে না, আমি আত্মসংযমের শুদ্ধি রে!

মন বলে অন্তরীক্ষচারী ভাবনা আমার,
এই জীবন পাঠে ফকির আলাপ করছিস?
এই দেহতত্ত্ব বলছিস আবার ,
সংবরণ বুঝি?

মনের রিপু একাধারে ঐশী যে,
ঐতিহ্যের বাহারী সমীক্ষা আমার,
ওমা, চাটুল আলাপ বুঝি?
না, সংবরণের আদলে বন্ধনের বন্ধনী যে,
শুদ্ধ মন আর সাত্ত্বিক ভাবনার সমীক্ষা,

তাই শুদ্ধ শুদ্ধি আমি,
আমার, আত্মসমীক্ষার আত্মসংবরণ।

০৭/০৯/১৭

———————————–০————————

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here