Home খেলাধুলো ঘোষনা হোলো বেবি লিগ ‘লিগা প্রোডিজিওর’

ঘোষনা হোলো বেবি লিগ ‘লিগা প্রোডিজিওর’

ঘোষনা হোলো বেবি লিগ ‘লিগা প্রোডিজিওর’
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

আগামী দিনে বিশ্বকাপ ফুটবলের মূল মন্ঞ্চে সুনীল ছেত্রীর উত্তরসূরিদের খেলা দেখতে পাওয়া আপামর ভারতবাসীর এক সুপ্ত স্বপ্ন বা বাসনা বলা যেতে পারে । সেই বাসনাকেই আর ও উস্কে দিতে এবং শিশু ফুটবলারদের আর ও বেশি করে মাঠমুখী করতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এক নতুন এবং অভিনব উদ্যোগ নিল। তাদের উদ্যোগে চালু হতে চলেছে বয়সভিত্তিক বেবি লিগ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সেই বেবি লিগ -‘লিগা প্রোডোজিও’-র ঘোষনা করা হল কলকাতার বুকে। বেবি লিগে থাকছে তিনটি বয়স ভিত্তিক দল :- ৯,১১, এবং১৩।

‘লিগা প্রডোজিও’-র অপারেটর তথা সর্বভারতীয় ফুটবল ফেডেরশনের ম্যাচ কমিশনার অপরুপ চক্রবর্তী জানান, “মজার ছলে বা খেলার ছলে ফুটবল এটাই এই লিগের মূল আকর্ষণ। ফুটবল মাঠে সুস্থ পরিবেশ বজায় রাখার শিক্ষা ছোটবেলা থেকেই পাওয়া উচিত। সেই উদ্দ্যেশে এই লিগ আয়োজনের পরিকল্পনা।” ৮ টি দল নিয়ে ২২ ডিসেম্বর থেকে শুরু হবে এই অভিনব লিগ। চলবে ২০১৯’র এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

এদিনের অনুষ্ঠানে একমঞ্চে হাজির ছিলেন ইস্টবেঙ্গল সভাপতি ডা: প্রণব দাশগুপ্ত ও মোহনবাগানের সভাপতি আইনজীবী গীতানাথ গাঙ্গুলি, প্রাক্তন ফুটবলার সুব্রত মুখার্জি, ইস্টবেঙ্গলের সহ সভাপতি ডা: শান্তিরঞ্জন দাশগুপ্ত, বর্তমান জাতীয় ফুটবলার মহম্মদ রফিক এবং লিগ অপারেটর তথা সর্বভারতীয় ফুটবল ফেডারশনের ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী।