Home বিনোদন দুই বাংলার মেলবন্ধনের উৎসব বাংলা উৎসব ২০১৯

দুই বাংলার মেলবন্ধনের উৎসব বাংলা উৎসব ২০১৯

দুই বাংলার মেলবন্ধনের উৎসব বাংলা উৎসব ২০১৯

দেশভাগের পরে সীমারেখা হোক বা কাঁটাতার কোনটাই পারেনি দু’দেশের মানুষের মন বা মননকে আলাদা করতে। দু’দেশের মানুষের আত্মিক যোগাযোগ দিন দিন বৃদ্ধি পেয়েছে দু’দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক,ব্যবসায়িক আদান প্রদানের মধ্যে দিয়ে। দু’দেশের গান, দু’দেশের রসনা তৃপ্তির ‘ধরনকে’ বা বলা ভাল বন্ধনকে আরও সুদৃঢ় করতে আগামী ৪-৬ ই জানুয়ারি ২০১৯ সালে কলকাতার নজরুল মন্ঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ‘বাংলা উৎসব’ ২০১৯। সম্প্রতি সে উদ্দ্যেশে দর্শকদের অবহিত করতেই শহরের বুকে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। দুই বাংলার ৩৪ জন শিল্পী তাদের শিল্পীসত্ত্বাকে তুলে ধরবেন এই ৩দিনব্যাপি উৎসবে। থাকছে দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড ও।তাদের সুরের মূর্ছনায় দর্শককূলকে ‘মূর্ছিত’ করার লক্ষ্যে। দুই বাংলার দুই প্রবাদপ্রতিম শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং সাবিনা ইয়াসমিনের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে প্রদান করা হবে ‘জীবনকৃতি’ সম্মান। আপনি ভোজনরসিক হোন কিংবা সঙ্গীতরসিক বাংলা উৎসবে আপনার জন্য থাকছে দুই বাংলার বিলুপ্তপ্রায় সঙ্গীতের ডালি থেকে শুরু করে মা-ঠাকুমাদের হাতের রান্নার স্বাদ চেখে দেখার অনন্য সুযোগ। দুই বাংলার ‘বন্ধনকে ‘ আর ও সুদৃঢ় করে পিঠে,পুলি ,পাতুড়ির স্বাদ আপনাদের আরও কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ব্রতী হয়েছেন যারা বা বলা ভাল বাংলা উৎসবের রুপকাররা যাদের ছাড়া এই উৎসব বাস্তবের আলো দেখত না তারা হলেন :-

∆ চন্দ্রশেখর ঘোষ ( এমডি এবং সিইও বন্ধন ব্যাঙ্ক)

∆ অরিন্দম শীল ( এমডি নাথিং বিয়ন্ড সিনেমা, চেয়ারম্যান বিসিসিআই এন্ড ইন্ডাস্ট্রি)

∆ আব্দুল খায়ের (সভাপতি বেঙ্গল ফাউন্ডেশন)

∆ শুভদীপ ঘোষ ( ডিরেক্টর জেনারেল , বিসিসিআই)।

রুপকাররা ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী,ইমন চক্রবর্তী, বিক্রম ঘোষ, গায়িকা শুভমিতা সহ বিশিষ্টজনরা।