Home কলকাতা শুরু হল বাঙ্গুর বই উৎসব ‘পুস্তক পার্বন ২০১৮’

শুরু হল বাঙ্গুর বই উৎসব ‘পুস্তক পার্বন ২০১৮’

শুরু হল বাঙ্গুর বই উৎসব ‘পুস্তক পার্বন ২০১৮’
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

উত্তর ২৪ পরগণার বাঙ্গুরে প্লাম্বিং স্টেশন গ্রাউন্ডে শুরু হল ৫ম বর্ষের বাঙ্গুর বই উৎসব। ২০ দিনের এই উৎসবের নামকরণ করা হয়েছে “পুস্তক পার্বণ” ২০১৮ : “কিশোর সাহিত্য”। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ, সুধাংশু শেখর দে (বইমেলা, সভাপতি), ত্রিদিব চ্যাটার্জি (বইমেলা সম্পাদক), পরিচালক গৌতম ঘোষ, বাঙ্গুর বই উৎসব সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি, সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার, সাংসদ সৌগত রায়, বিধায়ক সুজিত বসু সহ প্রমুখ বিশিষ্টজনরা। মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন “প্রতিবছর এই উৎসব জনপ্রিয় হচ্ছে এবং উৎসবের শ্রীবৃদ্ধি ঘটছে। বই ছাড়াও এই ২০দিন ধরে থাকবে রন্ধন প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, কুইজ, গানের লড়াই, তর্ক বিতর্ক ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। বয়স সীমা ৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত। প্রতিদিন এই পুস্তক পার্বণ খোলা থাকবে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।এই মেলা প্রাঙ্গনে থাকছে ৬০টি স্টল যেখানে বিভিন্ন ধরনের বই থাকবে।” সমগ্র অনুষ্ঠানের প্রচারের দায়িত্ব পালন করেছে ক্যানডিড কমিউনিকেশন।

                   ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য