Home খেলাধুলো বিসিসিআইয়ের মিডিয়া রাইট পেল স্টার গ্রুপ ~প্রতি ম্যাচের জন্য বোর্ড পাবে প্রায় ৬০.১ কোটি টাকা!!

বিসিসিআইয়ের মিডিয়া রাইট পেল স্টার গ্রুপ ~প্রতি ম্যাচের জন্য বোর্ড পাবে প্রায় ৬০.১ কোটি টাকা!!

বিসিসিআইয়ের মিডিয়া রাইট পেল স্টার গ্রুপ ~প্রতি ম্যাচের জন্য বোর্ড পাবে প্রায় ৬০.১ কোটি টাকা!!

স্পোর্টস ডেস্ক~ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব কিনে নিল স্টার ইন্ডিয়া গ্রুপ৷ আগামী পাঁচ বছরের জন্য ভারতের মাটিতে আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের ( আইসিসির ম্যাচ ছাড়া) টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচারের অধিকার এখন স্টারের কাছে ।

তিনদিনের ই-নিলাম শেষে প্রতি ম্যাচের জন্য বোর্ডের ভাড়ারে আসতে চলেছে প্রায় ৬০.১ কোটি টাকা৷ নিলামে ৬১৩৮.১ কোটি টাকার বিনিময়ে বিসিসিআই নিয়ন্ত্রিত ৫ বছরের জন্য সব ম্যাচের সম্প্রচারের দায়িত্ব পেল স্টার ইন্ডিয়া৷আগের পাঁচ বছরের মিডিয়া স্বত্ত্বের প্রায় দ্বিগুন৷ ২০১২ থেকে ২০১৮ ক্রীড়াবর্ষে ৩৮৫১ কোটি টাকার বিনিময়ে ভারতীয় ক্রিকেটের মিডিয়া স্বত্ত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া গ্রুপই৷

বিসিসিআিয়ের তিনদিনের ই-নিলামে অংশ নিয়েছিল গুগল, ফেসবুক, সোনি , জিও ও স্টারের সহ ৬টি কোম্পানি৷ ২০১৮ সালের জুন মাস থেকে ২০২৩ এর মার্চ মাস পর্যন্ত মিডিয়া স্বত্ত্ব কিনেছে কোম্পানিটি৷

টুইট করে বিষয়টি জানান  বোর্ডের কর্মকর্তা অনিরুদ্ধ চৌধুরি”অভিনন্দন স্টার গ্রুপ ৬১৩৮.১ কোটি টাকার বিনিময়ে বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্ব পাওয়ার জন্য৷”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here