Home খেলাধুলো বাংলার হকি কোচের মধ্যযুগীয় শাস্তির সিদ্ধান্তে তোলপাড় ক্রীড়াজগৎ

বাংলার হকি কোচের মধ্যযুগীয় শাস্তির সিদ্ধান্তে তোলপাড় ক্রীড়াজগৎ

বাংলার হকি কোচের মধ্যযুগীয় শাস্তির সিদ্ধান্তে তোলপাড় ক্রীড়াজগৎ

বাংলার জুনিয়র হকি দলের কোচ পঙ্কজ আনন্দের মধ্যযুগীয় সিদ্ধান্তে তোলপাড় পড়ে গেল বাংলা তথা দেশের ক্রীড়া মহলে।। হারের মাশুল গুণিয়ে মাথা ন্যাড়া করতে বাধ্য করা হল খেলোয়াড়দের।
জব্বলপুরে হকি ইন্ডিয়ার নবম অনূর্ধ্ব-১৯ জাতীয় হকি প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে হরিয়ানার কাছে ১-৫ গোলে হেরে যায় বাংলা দল। ফলে বাংলার ছেলেদের মাথা ন্যাড়া করার নির্দেশ দেন কোচ পঙ্কজ আনন্দ। ন্যাক্কারজনক শাস্তির নিদান দেন আনন্দ,খেলোয়াড়দের আপত্তিতে কান দেননি কোচ। হুমকি দেন, ন্যাড়া না হলে ভবিষ্যতে আর বাংলার হয়ে খেলা হবে না।