Home খেলাধুলো ৩য় দিনের শেষে তামিলনাডুর বিপক্ষে মনোজদের সামনে জয়ের হাতছানি

৩য় দিনের শেষে তামিলনাডুর বিপক্ষে মনোজদের সামনে জয়ের হাতছানি

৩য় দিনের শেষে তামিলনাডুর বিপক্ষে মনোজদের সামনে জয়ের হাতছানি

সংক্ষিপ্ত স্কোর:

∆ তামিলনাড়ু :-

২৬৩/১০- (১ম ইনিংস)

১৪১/১০ ( ২য় ইনিংস)

∆ বাংলা-

১৮৯/১০ (১ম ইনিংস)

৮৭/২ (২ য় ইনিংস)

জয়ের জন্য দরকার ১২৮ রান

২য় দিনের আশঙ্কার মেঘ কাটিয়ে ৩য় দিনের শেষে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে আপাতত জয়ের হাতছানি মনোজদের সামনে।
৪ র্থ দিনে জয়ের জন্য বাংলার দরকার আর ১২৮ রান, হাতে রয়েছে আটটি উইকেট। ক্রিজে অপরাজিত রয়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি এবং আমির গোনি। এদিন মনোজ ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার ৮০০০ রান পূর্ণ করেন। প্রথম ইনিংসে ৭৪ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪১ রানেই গুটিয়ে যায় তামিলনাড়ুর ইনিংস। মূলত ঋত্বিক চ্যাটার্জির ২২ রান দিয়ে পাওয়া ৫ উইকেটের ভিত্তিতেই ২য় ইনিংসে তামিলনাডুকে ধরাশায়ী করে বাংলা। আমির গোনি নেন ২টি উইকেট। ২১৬’র লক্ষমাত্রা তাড়া করতে নেমে ১৩ রানে আউট হন কৌশিক ঘোষ। বাংলার দ্বিতীয় উইকেট পড়ে ৮০ রানে। প্রথম ইনিংসের বাংলার সর্বোচ্চ রানগ্রাহক অভিষেক রামন ৫৩ রানে আউট হন ।