Home লাইফস্টাইল ‘বেরোক জিন্দেগি যাত্রা ‘ হাঁপানি নিয়ন্ত্রণে জনসচেতনার এক অভিনব উদ্যোগ

‘বেরোক জিন্দেগি যাত্রা ‘ হাঁপানি নিয়ন্ত্রণে জনসচেতনার এক অভিনব উদ্যোগ

‘বেরোক জিন্দেগি যাত্রা ‘ হাঁপানি নিয়ন্ত্রণে জনসচেতনার এক অভিনব উদ্যোগ
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

দেদার বৃদ্ধি পাচ্ছে শহরায়ন সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দূষণের মাত্রা ও । দিল্লি হোক কিংবা কলকাতা সর্বত্রই এর বিরুপ প্রভাব পড়েছে জনসাধারণের মধ্যে বা বলা ভাল জনজীবনে। ফলে পাল্লা দিয়ে বাড়ছে হাঁপানি ও অ্যাজমার মত রোগ। সেবিষয়ে জনসাধারণকে সচেতন করতে ব্রেথসিপলার পক্ষ থেকে নেয়া হয় এক অভিনব উদ্যোগ । ‘বেরোক জিন্দেগি যাত্রা ‘ হাঁপানির প্রতিবন্ধকতাকে নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনার উদ্দ্যেশে রাজ্য জুড়ে মাসব্যাপী মোবাইল ভ্যানের মাধ্যমে প্রচার অভিযানের সূচনা করা হয়েছিল ২০১৮ সালের ১৫ ডিসেম্বর।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল হালদার জানালেন ” গ্লোবাল ডিজিজ বার্ডেন ২০১৬ অনুযায়ী ভারত চিনের পর দ্বিতীয় স্হানে। হাঁপানীর মত দীর্ঘস্হায়ী রোগগুলির নিরন্তর চিকিৎসা গুরুত্বপূর্ণ।হাঁপানি ও ইনহেলেশন থেরাপির প্রতি মনোভাব পরিবর্তন করতে এই সচেতন যাত্রার আয়োজন। ইনহেলারের কোন সাইড এফেক্ট নেই ফলে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে কোন প্রভাব পড়েনা। মূলত শিশুদের ক্ষেত্রে হাঁপানি জিনগত সমস্যার ফলে ও হতে পারে। হাঁপানি সম্পূর্ন নিরাময়যোগ্য নয় তবে চিকিৎসা পদ্ধতি এবং থেরাপির মাধ্যমে একে নিয়ন্ত্রনে রাখা যায় ।”