শেষ পর্যন্ত নতিস্বীকার, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আলোচনার অনুরোধ গুরুংদের~

শেষ পর্যন্ত নতিস্বীকার, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আলোচনার অনুরোধ গুরুংদের~

নিউজ ডেস্কঃ শেষ অব্ধি আলোচনার মাধ্যমে পাহাড়ে শান্তি ফেরানোর অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।শর্তহীন আলোচনার অনুরোধ জানিয়ে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবিও জানানো হয়েছে।

দাবিগুলির মধ্যে রয়েছে,
১) পুলিশি তৎপরতায় পাহাড়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও মৃত্যুর কারণ খুঁজতে সিবিআই তদন্ত
২) পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে ও আহতদের ক্ষতিপূরণের ব্যাবস্থা
৩) বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুরনো ও নতুন সব মামলা তুলে নেওয়া এবং ধৃত দলীয় কর্মীদের মুক্তি
৪) খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ স্বাভাবিক রাখা
৫) ইন্টারনেট ও লোকাল টিভি চ্যানেলগুলির পরিষেবা নিশ্চিৎ করা

শেষ পর্যন্ত নতিস্বীকার, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিমল গুরুং

চিঠির মাধ্যমে খানিকটা নতি স্বীকারই করেছেন বিমল গুরুং। টানা বনধের জেরে বিপাকে পড়েছেন পাহাড়ের অসংখ্য সাধারন মানুষ। এরমধ্য়েই একাধিক বিস্ফোরণে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে । গুরুংসহ জিজেএম নেতৃত্বের বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগে পালিয়ে বেরাচ্ছেন তারা।  ঘরে-বাইরে চাপের মধ্যে পড়েই গুরুং-এর এই সমঝোতা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here