
নিজস্ব প্রতিনিধি~ তোলা দেওয়ার জন্য চাপ দেয়া হচ্ছিল অনেকদিন ধরেই। অভিযোগ সেই দাবি না মানাতেই ভাটপাড়ার বিরিয়ানি ব্যবসায়ী সন্জ্ঞয় মন্ডলকে খুন করলেন এলাকারই কুখ্যাত কিছু দুস্কৃতি। দোকানে বাইকে করে আসে ৪ দুস্কৃতি। তাদের তোলার দাবি না মানায় তারি এলোপাথাড়ি গুলি ছোড়ে সন্জ্ঞয়ের বুকে পেটে লাগে গুলি ।তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ,পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় ব্যারাকপুরের এক নার্সিংহোমে। স্থানান্তরিত করার সময়ই মারা যান সন্জ্ঞয়। পরিবারের তরফ থেকে মহ: ফিরোজ,মহ: শাহনাওয়াজ,মহ: মংলি এবং মহ: রাজার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Facebook Comments