
প্রয়াত হলেন তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রেসিডেন্ট এম করুণানিধি। দীর্ঘ ছয় দশক ধরে তামিল রাজনীতির নিয়ন্ত্রক নেতার মৃত্যু হল মঙ্গলবার। বয়স হয়েছিল ৯৪ বছর। অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ হাসপাতালেই তাঁর মৃত্যু হল। সাল থেকেই পরিস্থিতির অবনতি হচ্ছিল। তামিলনাডু জুড়ে পুলিশি তৎপরতাও বৃদ্ধি পেয়েছিল সমর্থকদের ঢল নামতে পারে মাথায় রেখে। প্রথমে এমজি রামাচন্দ্রণ ও পরে জয়ললিতার সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে কঠিন লড়াই লড়তে হয়েছে করুণানিধিকে।
Facebook Comments