
নিউজ ডেস্কঃ দীর্ঘ ২৫বছর ধরে চলে আসা বাবরি মসজিদ মামলায় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি, উমাভারতি, কল্যান সিংহ সহ ২১জন বিজেপি নেতার বিরুদ্ধে “অপরাধ মুলক ষড়যন্ত্র” ১২০বি ধারায় মামলা চালাতে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।
৬ই ডিসেম্বের ১৯৯২ এ ঘটা এই ঘটনায় সরাসরি এই প্রবীণ নেতাদের জড়িত থাকা এবং উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য সিবিআই দায়ের করা অভিযোগ এ শিলমোহর দিল বিচারপতি পিসি ঘোষ এবং আর এফ নারিমান এর ডিভিশন বেঞ্চ।
Facebook Comments