Home কলকাতা বৃদ্ধি পেয়েছে বাস,ট‍্যাক্সি, মিনিবাসের ভাড়া,জেনে নিন বিশদে

বৃদ্ধি পেয়েছে বাস,ট‍্যাক্সি, মিনিবাসের ভাড়া,জেনে নিন বিশদে

বৃদ্ধি পেয়েছে বাস,ট‍্যাক্সি, মিনিবাসের ভাড়া,জেনে নিন বিশদে

বাসে উঠলেই দিতে হবে ৭ টাকা,মিনিবাসে ৮ টাকা। ট্যাক্সিতে মিটার ডাউন করলেই ৩০ টাকা।

সাধারণ বাসে প্রথম ৪ কিলোমিটারের জন্য টিকিটের ভাড়া ৭ টাকা। ৪-১২ কিলোমিটারের জন্য ভাড়া ৯ টাকা। ১২-১৬ কিলোমিটারের জন্য ভাড়া দিতে হবে ১০ টাকা। ১৬-২০ কিলোমিটার দিতে হবে ১১ টাকা।২০-১৪ কিলোমিটার যেতে দিতে হবে ১২ টাকা।

মিনিবাস ও সরকারি বাসের ক্ষেত্রে প্রথম ৩ কিলোমিটারের জন্য ৮ টাকা ভাড়া।৩ থেকে ৬ কিমিতে ভাড়া ৯ টাকা। ৬ থেকে ১০ কিলোমিটারে ভাড়া ১০ টাকা।১০ থেকে ১৬ কিলোমিটারে ভাড়া ১১ টাকা।

ট্যাক্সিতে উঠলে প্রথম ২ কিলোমিটারের জন্য  দিতে হবে ৩০ টাকা। তারপর প্রতি কিমিতে বাড়বে ১৫ টাকা করে।