Home খেলাধুলো কমনওয়েলথের নবমদিনে কুস্তিতে সোনা বজরং-এর, শুটিংয়েও জোড়া সোনা ভারতের

কমনওয়েলথের নবমদিনে কুস্তিতে সোনা বজরং-এর, শুটিংয়েও জোড়া সোনা ভারতের

কমনওয়েলথের নবমদিনে কুস্তিতে সোনা বজরং-এর, শুটিংয়েও জোড়া সোনা ভারতের

কমনওয়েলথ গেমসের নবম দিনটা যেন ভারতের কাছে সোনার দিন। শুটিংয়ের পরে  ছেলেদের ৬৫ কেজি কুস্তিতে সোনা জিতলেন ভারতের বজরং পুনিয়া৷ ফাইনাল ম্যাচে কিছুটা একপেশে ম্যাচে হারালেন  প্রতিপক্ষকে।বজরংয়ের সোনা জয়ের ফলে পদক তালিকায় ভারতের সোনার পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৷ পদক তালিকায় এই মুহূর্তে ৩ নম্বরে ভারত।

Image result for anish vanwal commonwealth

কমনওয়েলথ গেমসে  ভারতের ঝুলিতে এদিন এখন পর্যন্ত এসেছে তিন’টি সোনা ও একটি রুপো। ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলে সোনা জিতেছেন ১৫ বছরের অনীশ ভানওয়াল। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে প্রথম হয়ে সোনা জিতেছে্ন তেজস্বিনী সাবন্ত। কমনওয়েলথ গেমসে  তেজস্বিনীর এটা দ্বিতীয় পদক।  মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রো ইভেন্টে রুপো জেতেন তিনি। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে রুপো পেয়েছেন অঞ্জুম মৌদগিল।

Image result for tejaswini commonwealth

শুক্রবার ভারতীয় কুস্তিগির মৌসম খাতরি (৯৭ কেজি) ও বজরং পুনিয়া (৬৫ কেজি) নিজেদের বিভাগে ফাইনালে পৌঁছেছেন। স্কোয়াশে মহিলা ডাবলসে কানাডার জুটিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন দীপিকা পল্লিকাল এবং জোশ্না চিনাপ্পা।  ৫২ কেজি বিভাগের ফাইনালে পৌঁছেছেন বক্সার গৌরব সোলাঙ্কি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here