Home আপডেট অতীতের সব রেকর্ড ভেঙে দেশে লক্ষাধিক সংক্রমণ, মহারাষ্ট্রেই ৫৭ হাজার

অতীতের সব রেকর্ড ভেঙে দেশে লক্ষাধিক সংক্রমণ, মহারাষ্ট্রেই ৫৭ হাজার

অতীতের সব রেকর্ড ভেঙে দেশে লক্ষাধিক সংক্রমণ, মহারাষ্ট্রেই ৫৭ হাজার
New Delhi, July 06 (ANI): Health worker collects nasal sample from a man for COVID-19 test, in New Delhi on Monday. (ANI Photo)

অতিমারির প্রথম ঢেউয়ে যা হয়নি, সেই রেকর্ডকে ভেঙে দিয়ে সোমবার ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষের গণ্ডি। করোনার প্রকোপ শুরু হওয়ার পর এই প্রথম ভারতে এক দিনে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। তবুও এরই মধ্যে স্বস্তি রয়েছে। তুলনামূলক ভাবে মৃত্যুহার অনেকটাই কম। আর সেই কারণেই উদ্বেগের মধ্যেও কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে দেশের এই দৈনিক সংক্রমণের সিংহভাগই ৯-১০টি রাজ্যে থেকে। আরও ৫-৬টি রাজ্যের পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। তবে মহারাষ্ট্রের মতো অবস্থায় এখনও অন্য রাজ্যেগুলিতে তৈরি হয়নি। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৪ জন। গোটা করোনা পর্বে দেশের কোনও একটি রাজ্যে একদিনে সংক্রমণের নিরিখে যা সর্বোচ্চ। সে রাজ্যে বিভিন্ন জেলার পাশাপাশি মুম্বইয়ের অবস্থাও খারাপ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের বাণিজ্যনগরীতে নতুন আক্রান্ত ১১ হাজার ১৬৩ জন। করোনা পর্বে দেশের কোনও একটি শহরে একদিনে সংক্রমণের নিরিখেও যা এখনও অবধি সর্বোচ্চ।