Home আপডেট Dead body: উঠে বসে জল খেল ‘মৃতদেহ’! তারপর আর সাড়াশব্দ নেই, অবাক কাণ্ড পূর্ব বর্ধমানে

Dead body: উঠে বসে জল খেল ‘মৃতদেহ’! তারপর আর সাড়াশব্দ নেই, অবাক কাণ্ড পূর্ব বর্ধমানে

Dead body: উঠে বসে জল খেল ‘মৃতদেহ’! তারপর আর সাড়াশব্দ নেই, অবাক কাণ্ড পূর্ব বর্ধমানে

[ad_1]

এই বিশ্বে কত কী না ঘটনা ঘটে। এমন ঘটনাও ঘটে যার কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। তবে কার কথা সত্যি আর কার কথা মিথ্যে সেটা আপাতভাবে তাৎক্ষণিক বিচার করা যায় না। পূর্ব বর্ধমানের ভাতারে তেমনই ঘটনা হল। পরিবারের দাবি ছোটন সর্দার নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেছিল হাসপাতাল। এরপর সেই দেহটি বাড়ি আনা হয়। আর এরপর বাড়িতে ওই দেহটি নড়ে ওঠে। পরিবারের দাবি, দেহটি জল চেয়ে খায়। তারপর আর সাড়াশব্দ দেয়নি। আবার নিথর হয়ে গেল দেহ। এমনটাই দাবি পরিবারের। 

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভিত্তিহীন কথা বলা হচ্ছে। মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল। কিন্তু চিকিৎসক ময়নাতদন্তের কথা বলতেই পরিবারের লোকজন দেহ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। 

তবে পরিবারের দাবি, সোমবার ভোর ৩টে নাগাদ ছোটনের বুকে ব্যাথা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি সরকারি হাসপাতালে তাকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেয়। এরপর রাস্তায় ফের অসুস্থ হয়ে পড়ে যুবক। হেঁচকি উঠতে থাকে ওই যুবকের। এরপর সমস্যায় পড়ে যায় পরিবার। ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে।ফের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার যুবককে দেখেশুনে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই এরপর কান্নার রোল পড়ে যায়। 

বাড়িতে দেহ নিয়ে আসেন পরিবারের লোকজন। তারপর পরিবারের দাবি, সাদা কাপড়ে ঢাকা ছিল দেহ। আচমকাই জল চায় ‘মৃতদেহ’ ছোটন সর্দার। কিন্তু তিনি তো মারা গিয়েছেন! এমনকী সেই জল তিনি খেয়েছেন বলেও পরিবারের দাবি। কিন্তু তারপর আর কোনও সাড়াশব্দ মেলেনি। তবে তারপরেও শেষ চেষ্টা করতে চেয়েছিলেন পরিবারের লোকজন। আরও একবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার শেষ চেষ্টা করা হয়। তবে শেষবেলায় আর ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভরসা পাননি পরিবারের লোকজন। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরে আর নিথর দেহ নড়ে ওঠেনি। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here