Home আপডেট পরাঠেওয়ালি গলির আম উৎসব “দিওয়ানা-ই-আম”

পরাঠেওয়ালি গলির আম উৎসব “দিওয়ানা-ই-আম”

পরাঠেওয়ালি গলির আম উৎসব “দিওয়ানা-ই-আম”

ওয়েব ডেস্ক~ গরমকালে অস্বাভাবিক গরমে ঘেমে নেয়ে একাকার। কিছুই ভাল করে খেতে ইচ্ছে করছে না। এমন সময় একটু আমপোড়ার সরবত,আমের চাটনি যেন সারা দেহকে এক অদ্ভুত হিমশীতল অনুভূতি এনে দেয়। এই প‍্যাচপ‍্যাচে গরমে দেহকে ঠান্ডা রাখতে,শরীরকে সুস্থ রাখতে ফলের রাজা আমের জুড়ি মেলা ভার। আর এই আমকে নিয়েই খাস কলকাতার বুকেই পরাঠেওয়ালি গলিতে আয়োজন করা হয়েছে আম উৎসব “দিওয়ানা-ই -আমের”।

পরাঠেওয়ালি গলিতে আমের কুলফি,সরবত,পরাঠার এক বিশাল সম্ভার। হাপুস কা সরবত,হাপুসের লস‍্যি,গুর কি সিকান্জ্ঞী,আম কা পান্না,ম‍্যাঙ্গো চিকেন পরাঠা,কাইরি মসুর কা পরাটা,ম‍্যাঙ্গো মাক্কি হালওয়া,ম‍্যাঙ্গো কুলফির মতন “এক-সে-বরকর-এক” রসনা তৃপ্তির আইটেম। ১৫ মে – ১৫ জুন সকাল ৯ টা – রাত ৯ টা পর্যন্ত চলবে এই “দিওয়ানা-ই-আম” উৎসব। দুজনের এই উৎসবে খেতে মোটামুটি গড়ে ৫৫০ টাকা করে খরচ পড়বে। আমের এই উৎসবে রসনা তৃপ্তির জন্য অবশ্যই আসতে হবে পরাঠেওয়ালি গলির এই উৎসবে…