Home খেলাধুলো বৃষ্টি – বিঘ্নিত ম্যাচে রুদ্ধশ্বাস জয় দিল্লির

বৃষ্টি – বিঘ্নিত ম্যাচে রুদ্ধশ্বাস জয় দিল্লির

বৃষ্টি – বিঘ্নিত ম্যাচে রুদ্ধশ্বাস জয় দিল্লির
বৃষ্টির জন্য ফিরোজ শাহ কোটলায় নির্ধারিত সময়ের বেশ কিছুটা সময় পরেই শুরু হয় ১১তম আইপিএলের দিল্লি ডেয়ারডেভিলস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ । ২০ ওভারের ম্যাচকে ১৮ ওভারের করা হয়। টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান অজিঙ্কা রাহানে। প্রথমেই ধাওয়াল কুলকার্নির বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান কলিন মুনরো। এরপর পৃথ্বী শ এবং শ্রেয়স আয়ারের ৭৩ রানের পার্টনারশিপ দিল্লির স্কোর ৭ ওভারে ৭৪এ পৌঁছে দেওয়ার পর ২৫ বলে ৪৭ রান করে গোপালের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পৃথ্বী শ। চারনম্বরে ব্যাট করতে নেমে রিসভ পান্থের “সেহওয়াগ”সুলভ ইনিংস এবং অধিনায়ক শ্রেয়সের “কন্ট্রোলড” আক্রমনে দিশেহারা দেখাচ্ছিল জয়দেব উনাদকাত এবং কোম্পানিকে।
শ্রেয়স (৩৫) এবং পান্থের( ৬৯) দুরন্ত ব্যাটিং দিল্লির স্কোরকে পৌঁছে দেয় ১৯৬  রানে। বিজয় শঙ্কর ১৭ রান,গ্লেন ম্যাক্সওয়েল ৫ রান, লিয়াম প্লানকেট করেন ৩টি উইকেট নেন জয়দেব উনাদকাত। ১টি করে উইকেট পান গোপাল,জফরা আর্চার,ধাওয়াল কুলকার্নি।

দিল্লির ইনিংসে ১৭.১ ওভারে তাদের রান সংখ্যা যখন ৬ উইকেটে ১৯৬ তখন আরেকবার বৃস্টির জন্য ম্যাচ বের বন্ধ হলে ম্যাচকে ১২ ওভারে করার সিদ্ধান্ত নেন ২ আম্পায়ার। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ের জন্য রাজস্থানের রিভাইসড টার্গেট দাড়ায় ১২ ওভারে ১৫১। জয়ের জন্য ১৫১ রান তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে ইনিংসের সূচনা করেন ডার্সি শর্ট এবং জস বাটলার। দিল্লির হয়ে বোলিংয়ের সূচনা করেন বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম। ওপেনিং জুটি পাওয়ার-  প্লেতে ৪ওভারেই রাজস্থানের স্কোরকে পৌঁছে দেন বিনা উইকেটে ৫৮ রানে। দলের ৮২ রানের মাথায় ২৬ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলে অমিত মিশ্রার বলে স্টাম্প আউট হন জস বাটলার। রানের গতি বাড়াতে গিয়ে ট্রেন্ট বোল্টের বলে ৫ বলে মাত্র ৩ রান করেই ফিরে যান সঞ্জু স্যামসন‌। বোল্টের বলে ওই ওভারেই মাত্র ১ রান করে আউট হন স্টোকস। গ্লেন ম্যাক্সওয়েলের এক ওভারে পরপর তিনটি ছয় মারার পরে   ২৫ বলে ৪৪ করে আউট হন ডার্সি শর্ট। ক্রিসনাপ্পা গৌতম (১৭) এবং রাহুল ত্রিপাঠী (৯) চেষ্টা করলেও শেষমেশ ১৪৬ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস। রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে ৪ রানে হারিয়ে দিল্লির ৯ ম্যাচে পয়েন্ট দাঁড়ালো ৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here