Home খেলাধুলো জাতীয় টি-২০ দল থেকে ছেটে ফেলা হল ‘শ্লথ’ মাহিকে

জাতীয় টি-২০ দল থেকে ছেটে ফেলা হল ‘শ্লথ’ মাহিকে

জাতীয় টি-২০ দল থেকে ছেটে ফেলা হল ‘শ্লথ’ মাহিকে

মহেন্দ্র সিং ধোনিকে জাতীয় নির্বাচকরা বাদ দিলেন টি২০–‌র দল থেকে । শুধু সফররত ওয়েস্ট ইন্ডিজ নয়  নভেম্বরের শেষে অস্ট্রেলিয়ার সফরের টি২০ সিরিজের দলেও ধোনিকে রাখা হয়নি। বিশেষজ্ঞদের মতে একদা ফিনিশারের তকমা পাওয়া ধোনি বর্তমান সময়ে সেভাবে ম্যাচ ফিনিশ করতে পারছিলেন না , তার ‘শ্লথ’ ব্যাটিংয়ে অনেক সময়েই সমস্যায় পড়েছিলেন ভারতীয় মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানরা ফলে একপ্রকার বাধ্য হয়েই মাহির দেখানো পথেই তাকে ছেটে ফেলা হল ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে বিরাট কোহলি খেলবেন না। নেতৃত্বের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা।
টেস্ট সিরিজের জন্য ১৮ জন ক্রিকেটারকে চূড়ান্ত করা হয়েছে। চোট পুরোপুরি না সারায়
হার্দিক পান্ডিয়াকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়নি। টেস্ট সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। মুরলী বিজয়, রোহিত শর্মাদের সুযোগ দেওয়া হয়েছে। কেদার যাদবকে অনেক বিতর্কের পরে সফররত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচের দলে নেওয়া হয়েছে।

∆ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
টি২০ দল:‌

রোহিত (‌অধিনায়ক)‌, ধাওয়ান, রাহুল, কার্তিক, মণীশ, শ্রেয়স, পন্থ, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, চাহাল, কুলদীপ, ভুবনেশ্বর, বুমরা, খলিল, উমেশ, নাদিম।

∆ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০
দল:‌

কোহলি (‌অধিনায়ক)‌, রোহিত (সহ–‌অধিনায়ক)‌, ধাওয়ান, রাহুল, কার্তিক, মণীশ, শ্রেয়স, পন্থ, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, চাহাল, কুলদীপ, ভুবনেশ্বর, বুমরা, খলিল, উমেশ।

∆ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট
দল:

কোহলি (‌অধিনায়ক)‌, বিজয়, রাহুল, পৃথ্বী, পুজারা, রাহানে, হনুমা, রোহিত, পন্থ, পার্থিব, অশ্বিন, জাদেজা, কুলদীপ, সামি, ইশান্ত, উমেশ, বুমরা, ভুবনেশ্বর।

∆ নিউজিল্যান্ড ‘‌এ’‌ দলের
বিরুদ্ধে ভারত ‘‌এ’‌ দল:‌

বিজয়, পৃথ্বী, মায়াঙ্ক, হনুমা, রোহিত, রাহানে (‌অধিনায়ক)‌, পার্থিব, কৃষ্ণাপ্পা গৌতম, নাদিম, সিরাজ, সাইনি, চাহার, গুরবানি, বিজয় শঙ্কর, কে এস ভরত।‌