Home খেলাধুলো ১৫ বছর বাদে আই লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ লাল হলুদের মরনবাচন ম্যাচ

১৫ বছর বাদে আই লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ লাল হলুদের মরনবাচন ম্যাচ

১৫ বছর বাদে আই লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ লাল হলুদের মরনবাচন ম্যাচ

 

 

এক দশকের ও বেশি হয়ে গেছে লাল হলুদ তাঁবুতে অনেক ট্রফি ঢুকলেও আই লিগ থেকে গেছে অধরাই। অনেক বছর একেবারে তিরে এসে ডুবেছে তরী। এবছর ও তাদের প্রাক্তনী উইলিস প্লাজার গোলে চেন্নাইয়ের বিরুদ্ধে চার্চিলের জয়ে হঠাৎই উন্মোচিত হয়েছে লাল হলুদের সামনে খেতাব জয়ের সম্ভাবনা। একদিকে রয়েছে বাড়তি উদ্দীপনা,অন্যদিকে রয়েছে অসম্ভব মানসিক চাপ। আজ রবিবার মিনার্ভার সঙ্গে মরনবাচন লড়াই। পদস্খলন মানেই আই লিগ জেতার যাবতীয় আশা শেষ। জিততেই হবে। ড্র হলেও রবিবারই চ্যাম্পিয়ন হয়ে যাবে চেন্নাই সিটি। রবিবার আরেক ইস্টবেঙ্গল-ব্রাত্য আমনা আবার লাল-হলুদের স্বপ্নভঙ্গ ঘটাবেন না তো? সেই চিন্তাই ভাবাচ্ছে লাল হলুদ জনতাকে।

ঘরের মাঠে মিনার্ভার লক্ষ্য থাকবে কমপক্ষে এক পয়েন্ট।
আইজল ম্যাচে ওমোলোজাকে থুতু দেওয়ার অপরাধে জবি জাস্টিন এই ম্যাচেও নেই। মিনার্ভার কোচ শচীন বাদাধে জানালেন “চাপে রয়েছে ইস্টবেঙ্গলই। তাই আমরা ভাল রেজাল্টের আশায় আছি। চাপে পড়েই চার্চিলের কাছে হেরেছে চেন্নাই। একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। ওরাও জানে এক পয়েন্টও নষ্ট মানেই আই লিগ জেতার আশা শেষ। সাত দিনের মধ্যে তিনটে ম্যাচও খেলছে ওরা। দলটা হয়তো ক্লান্ত থাকবে।”
Attachments area