Home খেলাধুলো রুদ্ধশ্বাস ম‍্যাচে নেরাকাকে বধ করে আই লিগের খেতাবি লড়াইয়ে ‘উজ্জ্বল’ উপস্থিতি লাল -হলুদের

রুদ্ধশ্বাস ম‍্যাচে নেরাকাকে বধ করে আই লিগের খেতাবি লড়াইয়ে ‘উজ্জ্বল’ উপস্থিতি লাল -হলুদের

রুদ্ধশ্বাস ম‍্যাচে নেরাকাকে বধ করে আই লিগের খেতাবি লড়াইয়ে ‘উজ্জ্বল’ উপস্থিতি লাল -হলুদের

∆ ইস্টবেঙ্গল :- ২

( এনরিকে এসকুয়েদা ২)

∆ নেরোকা :- ১

( চেন্ঞ্চো)

আশা নিরাশার দোলাচল চলছিল বেশ কিছুদিন ধরেই। পরপর চেন্নাই এবং চার্চিল হারে সেই দোলাচল পরিনত হয়েছে বিশ্বাসে। আর লাল-হলুদ জনতার সেই বিশ্বাসের প্রতি মর্যাদা দিয়ে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস লড়াই করৈ কার্যত ৩ পয়েন্ট ছিনিয়ে এনে আই লিগের খেতাবি লড়াই জমিয়ে দিল অ‍্যালেজান্দ্রোর ছেলেরা। চোট সারিয়ে ফিরে এসেই ইস্টবেঙ্গলের ত্রাতার ভূমিকায় এনরিকে। প্রথমার্ধের শুরুতেই ৩’ মাথায় চেন্ঞ্চোর গোলে এগিয়ে যায় নেরাকা। প্রথমার্ধের শেষে স্কোর ছিল নেরাকার পক্ষে ১-০ ।

দ্বিতীয়ার্ধের ৬৭’ মাথায় এনরিকের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। ম‍্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে ,পয়েন্ট নেস্টের ভ্রুকুটি যখন লাল হলুদ সমর্থকদের সামনে তখনই ইস্টবেঙ্গলের রক্ষাকর্তা হয়ে দেখা দেন এনরিকে । তার ৮৭’ করা গোলে ২-১ ফলে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়ালো ২৮ । লিগ শীর্ষে থাকা চেন্নাইয়ের থেকে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে তারা। এই জয়ের ফলে ১৫ বছর বাদে ইস্টবেঙ্গল তাঁবুতে আই লিগের ট্রফি আসা নিয়ে ফের আশায় বুক বাঁধতে শুরু করেছেন আপামর লাল হলুদ জনতা।