
মাত্র ১০৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের সময়েই হাফডজন উইকেট খুইয়ে ফেলেছিল বাংলাদেশ। তারপরে ৯ ওভার খেলা হতে না হতেই বাকি ৪ উইকেট খুইয়ে ফেলল বাংলাদেশ। পাঁচ উইকেট নিয়ে ইডেন টেস্টের প্রথম দিনেই নায়ক ইশান্ত শর্মা। উমেশ ও শামির দখলে যথাক্রমে ৩ ও ২ উইকেট।
মাঠে উৎসবের পরিবেশ। ভারত, বাংলাদেশের হেভিওয়েট অতিথি, ক্রিকেটার, সিনেমা জগতের তারকা, মাঠ ভর্তি দর্শক- কে নেই! নভেম্বরের এমন উৎসব মুখর পরিবেশেই আরও একবার গোলাপি বলে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। বলা ভাল, গোলাপি বলের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। শামি, উমেশ, ইশান্তদের সামলাতে কার্যত নাকানিচোবানি খেতে হয়েছে বাংলাদেশকে। বল হাতে আগুন ঝড়াচ্ছেন তিন ভারতীয় পেসার।
Innings Break Score Update – India Vs Bangladesh-#2ndTest – #Day1 #Ban – 106/10 in 30.1 overs.#Shami picks up the last wicket of #AbuJayed!
Jayed b Shami c Pujara 0(3)#IndVsBan#PinkBallTest#EdenGardens
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুতেই আতঙ্ক নিয়ে হাজির হয়েছিলেন ভারতীয় পেসাররা। অনিয়ন্ত্রিত পেস আর সুইংয়ে যে ভরাডুবি হবে, তা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে এভাবে অসহায়ভাবে যে বাংলাদেশ নুইয়ে পড়বে তা ভাবা যায়নি।
শুরুতে ইমরুল কায়েশের উইকেট দিয়ে শুরু। মাত্র ৪ রান করে ইশান্ত শর্মার বলে লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরলেন কায়েশ। তার আগে ওই ওভারেই আউট হয়ে যেতে পারতেন তিনি। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। মুমিনুল হক ও সাদমানের জুটিও বেশিক্ষণ টেকেনি। ৭ বলে খেললেও অধিনায়ক মুমিনুল কোনও রান করেই সাজঘরে ফেরেন। ইশান্তের সঙ্গে কৃতিত্ব প্রাপ্য রোহিতেরও। স্লিপে বাজপাখির মতো ক্ষিপ্রতায় দুর্দান্ত ক্যাচ নেন রোহিত শর্মা।