Home লাইফস্টাইল হার্টের রোগের ‘রিভার্সালে’ ইমামী গ্রুপের ‘শতরান’ উদযাপন

হার্টের রোগের ‘রিভার্সালে’ ইমামী গ্রুপের ‘শতরান’ উদযাপন

হার্টের রোগের ‘রিভার্সালে’ ইমামী গ্রুপের ‘শতরান’ উদযাপন
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ইমামি ফাউন্ডেশনের তরফে এক সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইমামী গ্রুপের ট্রাস্টি শ্রী সুশীল কুমার গোয়েঙ্কা ও দিল্লী এইমস হাসপাতালের হার্টের চিকিৎসক শ্রী বিমল চজ্জার। ডাক্তার চজ্জার জানান ” ভারতে প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষ হার্টের অসুখে মারা যান। ইমামী ফাউন্ডেশনের উদ্যোগে তাদের জন্য ইতিমধ্যেই শততম হার্ট কেয়ার ক্যাম্প করা হয়েছে। এতে বহু মানুষ উপকৃত হয়েছেন।এই সাফল্যের ফলে আগামী ৮ই ডিসেম্বর কলকাতায় বিশ্ব জাগরী মিশন পিকনিক গার্ডেনে একদিনের স্বাস্থ্য প্রদর্শনী সহ হার্ট বিষয়ক আলোচনা এবং সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে ।এই স্বাস্থ্য চেতনার নাম দেওয়া হয়েছে ‘হার্ট এট্যাক প্রুফ’।” ইমামীর ট্রাস্টি সুশীল গোয়েঙ্কা জানান এই ধরণের উদ্যোগ তারা আগামী দিনে আর ও বেশি করে নেবেন।