Home লাইফস্টাইল সরকার কন্যা মৌবনী’র রুপের ‘জাদুতে’ মাতোয়ারা ‘ইমপ্রেস ইউনিভার্স’ ২০১৮’র মঞ্চ

সরকার কন্যা মৌবনী’র রুপের ‘জাদুতে’ মাতোয়ারা ‘ইমপ্রেস ইউনিভার্স’ ২০১৮’র মঞ্চ

সরকার কন্যা মৌবনী’র রুপের ‘জাদুতে’ মাতোয়ারা ‘ইমপ্রেস ইউনিভার্স’ ২০১৮’র মঞ্চ
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

ম্যাজিশিয়ান বাবার ম্যাজিশিয়ান কন্যা বললেও অত্যুক্তি হয়না। বাবা পি.সি.সরকারের জাদুর মূর্চ্ছনায় যদি মূর্চ্ছিত হন জনগন তো এখন কন্যা মৌবনী সরকারের রুপের জাদুতে মূর্চ্ছিত হওয়ার পালা বিশ্ববাসীর। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী তথা পি সি সরকার জুনিয়রের কন্যা মৌবনী সরকার। ইতিমধ্যেই প্রায় ৩৩টি ছবিতে তার অভিনয় করা হয়ে গিয়েছে। জাতীয় পর্যায়ে জাদুর শো ও করেছেন। বিশ্বমন্ঞ্চে তার মাথায় সুসজ্জিত হল ‘ইমপ্রেস ইউনিভার্স ২০১৮’র সেকেন্ড রানার আপের মুকুট।সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় তার ‘রুপের’ জার্নিটা তিনি এক ঘরোয়া আড্ডায় শেয়ার করে নিলেন। তাকে সংবর্ধিত করলেন বেস্ট ফ্রেন্ড সোসাইটির সভাপতি শ্রী রাজীব লোধা’র, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত জনসংযোগ আধিকারিক সগুফতা হানাপি। পিআর গ্রুপ লন্ঞ্চার্জের তরফে প্রেস ক্লাবে মৌবনী সন্মানিত করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকার কন্যা জানালেন প্রতিযোগিতায় মোট ১৭০০০ প্রতিযোগীকে পেছনে ফেলে এই সম্মান জিতেছেন তিনি । অ্যাসিড আক্রান্তদের উপর ও কাজ করতে চান বলে জানান তিনি। অবলা জীবজন্তুদের উপর অকারণে হেনস্থার প্রতিবাদ জানিয়ে নানা কাজ ও তিনি করতে চান।

ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য