
সম্প্রতি বেহালায় পরিচালক সাগ্নিক ভট্টাচার্য্যের ২৮মিনিটের শর্ট ফিল্ম “দা স্টোরী টেলারের” পোস্টার উন্মোচিত হল। মূলত রহস্য রোমাঞ্চ থ্রিলার এই ছবিটি এমনটাই জানালেন প্রযোজক শাশ্বত চ্যাটার্জী। ‘আলেগ্রো দা সিম্ফোনী’ ব্যানারে তৈরি হওয়া এই ছবির ট্রেলার ও পোস্টার লঞ্চ করা হল সম্প্রতি। ছবিতে বিভিন্ন ভূমিকায় থাকা কলাকুশলীরা হলেন কৌস্তভ ঘোষ, সন্দীপন দাস, প্রীতাঙ্ক ঘটক, অভিষেক বাসু, শুভজিৎ চ্যাটার্জী, মোহন মন্ডল সহ প্রমুখ। সিনেমার সম্পাদনা ও সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন পঙ্কজ পাল। প্রোডাকশনে রয়েছেন সৌমিতা দাস। স্বল্পদৈর্ঘ্যের ছবিটি খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেতে চলেছে। পরিচালক ও প্রযোজক আশা করছেন ছবিটি মানুষের আশীর্বাদ পাবে।
Facebook Comments