Home বিনোদন বাংলা সিরিয়ালের শুটিং বন্ধ আজও

বাংলা সিরিয়ালের শুটিং বন্ধ আজও

বাংলা সিরিয়ালের শুটিং বন্ধ আজও

টানা চার দিন ধরে শহরের আটটি স্টুডিওতে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ। আর্টিস্ট ফোরাম ও টেলিভিশন প্রোডিউসার অ্যাসোসিয়েশন- কেউই নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয়৷ ফলে অচলাবস্থা চলছেই৷ আর্টিস্ট ফোরামের সদস্যরা প্রযোজকদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু প্রযোজকদের সংগঠন সেই বৈঠকে বসতে রাজি হয়নি। আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গাঙ্গুলী সাংবাদিকদের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন বৈঠকে বলেন, যে পন্থায় সবার ভালো হবে, আমরা সেই পন্থাই গ্রহণ করতে চাই। যে কোনও সময় শুটিং শুরু করার জন্য প্রস্তুত আমরা। কিন্তু, তার জন্য প্রযোজকদের তরফ থেকে বৈঠকের ব্যাপারে আমাদের একটি চিঠি পাঠাতে হবে৷
যদিও, তিনি তার সঙ্গে এই কথাও জানিয়ে দেন যে, আর্টিস্ট ফোরাম তাদের মূল দাবি থেকে কোনওভাবেই সরে আসছে না। অর্থাৎ, প্রত্যেক মাসের পনেরো তারিখের মধ্যেই শিল্পীদের বেতন দিতে হবে। এবং, শুটিং-এর সময় দশ ঘন্টার বেশি হয়ে গেলেই অতিরিক্ত ঘন্টার জন্য অর্থ দিতে হবে সংশ্লিষ্ট শিল্পীকে। গত 8 জুলাই আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের মধ্যে বৈঠকে এই চুক্তিই হয়েছিল বলে ফের মনে করিয়ে দেন অরিন্দম।