Home আপডেট জাল নোটের কারবারি মহিলাকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিলো আদালত

জাল নোটের কারবারি মহিলাকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিলো আদালত

ওয়েব ডেস্কঃ মোনা মণ্ডল নামের বছর পঞ্চাশেকের এক অপরাধীকে ২০১৫ সালের সেপ্টেম্বরে কলকাতা ষ্টেশন থেকে গ্রেফতার করে জি আর পি। নদিয়ার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ওই মহিলার কাছ থেকে পাওয়া যায় ১৩০টি জাল ১০০০ টাকার নোট। এর পর দমদম জি আর পি এস সেই মামলার তদন্তভার দেন সিআইডি কে । শিয়ালদহ কোর্টে চলা এই মামলায় সিআইডি এবং সরকার পক্ষের আইনজীবী নিযুক্ত হন সৌমজিত রাহা।

দুই পক্ষের যুক্তি-তর্কের উপর নির্ভর করে, অবশেষে গত ১৬ তারিখ বিচারক চিন্ময় চ্যাটার্জী  আসামী মোনা মণ্ডলকে ভারতীয় দণ্ডবিধির ৪৮৯বি এবং ৪৮৯সি ধারায় মোট ৬ বৎসরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড) এর সাজা ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here