Homeপাঁচমিশালিবর্ষার বিকেলে চপ-মুড়ির সাথে...

বর্ষার বিকেলে চপ-মুড়ির সাথে তেনাদের গল্প ~ আজ কলকাতার ভূত

ভূতের শহর – কলকাতা

বাঙালির চাই আড্ডা। ছোটবেলার কথা মনে পড়ে। দাদু, ঠাকুরদা পেলেই আমরা বসতাম গল্প শুনতে। তখন ভাগ্যিস এই ফেসবুক নামক বস্তুটি ছিল না। কত গল্পই জমে যেত। সাথে থাকত চায়ের সাথে চপ মুড়ি। আষাঢ়ের গল্পরা আষাঢ়ে দিনেই জমে যেত। মনে পড়ে স্কুলে আমার বন্ধু বুধা-র কথা। এতো সুন্দর জমিয়ে অফ পিরিয়েডে গল্প বলত, সেই ডিটেকটিভ থেকে শুরু করে ভূতের জমে যেত সে সব দিন। আজ এমন এক বারিষের দিনে একটু ভূতের গপ্প হোক। জানি অনেকেই রে রে করে উঠবেন। বলবেন ভূত বলে কিছু হয় না, আরে বলছি তো একটু জমিয়ে আড্ডা দেওয়ার চপ মুড়ি নিয়ে বসলেই সিরিয়ালের প্যাঁচ প্যাঁচানি থেকে বেড়িয়ে আসতে পারবেন।

Image result for ghost

ভূত মানেই গায়ের মধ্যে কেমন করা ব্যাপার। মনে হয় শিরদাঁড়া দিয়ে ঠান্ডা নেমে গেল, ঠিক অঙ্ক পরীক্ষার আগের মতো অবস্থা, সেই গা-ছমছমে কলকাতা কিন্তু আজও রয়েছে এই শহরে। একটু খুঁজে নিতে হবে। এখন তো শহরে ইভেন্ট হয় এই ভূত দেখা নিয়ে। অনেকেই ভূত দেখে বিষয়টা ইঞ্জয় করতে চায়। পুরো থ্রিলিং নাইট। তবে এখানে পয়সা খরচ করতে হবে। শুধু চাই অনেক শেয়ার করুন। আসুন সেই কথাই একটু জেনে নেওয়া যাক। কলকাতার সব ভূতেরা, তিলোত্তমার অদ্ভূতেরা…

Image result for night national library kolkata

বেলভেডিয়ার হাউজ়-কে আমরা ন্যাশনাল লাইব্রেরি নামে এখন চিনি। এই বাড়িটির পশ্চিম অংশে প্রায় আড়াইশো বছর আগে দু’জন ব্রিটিশ মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন। স্বনামধন্য ওয়ারেন হেস্টিংস ও ফিলিপ ফ্রান্সিস। আলিপুর লেনের রেড গার্ডেন হাউজ়ে সুন্দরী মিসেস গ্র‍্যান্ড থাকতেন। তিনি অপরূপা সুন্দরী ছিলেন। তাঁর স্বামী ফ্রান্সি গ্র‍্যান্ড যখন বাড়িতে থাকতেন না সব দেখেশুনে হাজির হতেন কাউন্সিলার ফ্রান্সিস। হেস্টিংসও যেতেন সেই বাড়িতে। তবে লাটসাহেব ছিলেন তো তাই একটু নিয়ম মাফিক যেতেন। অন্যদিকে ফ্রান্সিসের সেই অসুবিধে কখনই ছিল না। মিসেস গ্র‍্যান্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন দু’জনই। এক্ ফুল দো মালি। বিষয়টা হল শ্রীমতী যে কার দিকে রয়েছেন তা বোঝাই যেত না! তাই একদিন শ্রীমতীকে পাওয়ার অধিকার নিয়ে গুলির লড়াই হল। ফ্রান্সিস সাহেব হার স্বীকার করলেন। রক্তাক্ত ও আহত ফ্রান্সিসকে পালকি করে শহরে পাঠানোর চেষ্টা হয়েছিল যদিও তখন আদি গঙ্গায় বান এসেছিল তাই সে যাত্রায় আর পার হতে পারলেন না পালকি নিয়ে। পথেই মারা গেলেন ফ্রান্সিস। এখনও হুন হুনা করতে করতে পালকি নিয়ে সেই আহত ও রক্তাক্ত ফ্রান্সিসকে যেতে দেখা যায়!

Image result for night hastings house kolkata

ন্যাশনাল লাইব্রেরির কাছেই আলিপুরে জজ কোর্টে আমাদের দরকারে অদরকারে যেতে হয়। অনেকে কোর্টে না গেলেও পাশ দিয়ে গেছেন। সেই জজ কোর্টের পাশেই রয়েছে হেস্টিংস হাউজ়। হাউজ়-এর এখন প্রায় সাড়ে তিনশো বছর বয়স। এই বাড়িতেই রয়েছে হেস্টিংসের ভূত। আরে এই লর্ড হেস্টিংস আমাদের নন্দকুমারকে ফাঁসির সাজা দিয়েছিলেন। ইতিহাসের কড়ি-বড়গাতে  শোনা যায় হেস্টিংস জাহাজ করে ব্রিটেনে গেলেও তার এক কালো বাক্স এখানেই রয়ে গেছে। সেটার খোঁজেই আসেন। তবে অশরীরী হয়ে আসে। সেই কালো বাক্সেই রয়েছে গোপন নথি আর রহস্যময় ছবি। অনেকেই নাকি এই সাহেব ভূত দেখেছেন। ঘোড়ার গাড়িতে চেপে আসেন বলেই জানি। এই বাড়িতেই পিয়ানো ছিল, সেটাও নাকি মেমসাহেব বাজাতেন। ও বাব্বা এতো দেখি মেম ভূত। সুরের সেই মূর্ছনা অনেকেই শুনেছেন গভীর রাতে। আলিপুরে জেলের বন্দীরাও সেই ডু-রে-মি টিউন শুনেছেন। বৃষ্টি রাতে হবে নাকি সেই অ্যাডভেঞ্চার।

Image result for night haunted high court kolkata

বিশ্বাস করুন বাঙালকে হাইকোর্ট দেখাতে হবে না আর। তা বিক্রম বেতাল দেখুক। তবে আপনারা ভূতের হাইকোর্ট খুব ভাল করেই দেখে আসতে পারেন। যে কোনও দিন রাতেই নাকি সাজগোজ করে নারী মূর্তির হেঁটে চলে যায়। বৃষ্টির রাতে বিষয়টা বেশ মনোজ্ঞ। হাইকোর্টে কর্মরত অনেকেই নাকি দেখেছেন তাকে! চলুন ঘুরেই আসি। এছাড়াও এখানে এক বিদ্রোহী কবির ভূতও রয়েছে। কবি নাকি ঘোরাঘুরি করেন। তিনি কুঁজোর জল ঢেলে খান। আওয়াজ পাওয়া যায়। যদিও দিনে অনেক ইঁদুর দেখেছি আমি নিজেই, তবে রাতে গিয়ে কবি তাপিস যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার সাথে গল্পটা করা হয়নি। জানা যায় তিনি ষড়যন্ত্রে জড়িয়ে গিয়েছিলেন। তাই ব্রিটিশরা তাঁকে ফাঁসিকাঠে ঝুলিয়ে ছিলেন। তারই ভূত নাকি হাইকোর্টে আপনার সাথে সেলফি তোলার জন্যই অপেক্ষা করছে।

Related image

আর আমি না বললেও মিডিয়ার দৌলতে সকলেই জানেন কলকাতার ভূতের বাড়ির মধ্যে এক নম্বরে আজও হিট এক নম্বরি গারস্টিন প্লেসের বাড়িটি। এখানেই কলকাতার প্রথম রেডিও অফিস – আকাশবাণী। আজও কাঠের সিঁড়ি দিয়ে সেই পুরনো বাড়িতেই ভূতেরা যাতায়াত করে। এখানেই এক বিদেশি ভদ্রলোককে ফাঁকা স্টুডিয়োতে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় বলেই শুনেছি। ভূতের এই নিত্য যাতায়াতে রাইটার্স বিল্ডিং-এ দূরে রাখবেন না।

Image result for writers building haunted kolkata

যদিও এখানে এখন আধুনিকীকরণ চলছে। তবুও এই স্থানটিতে সত্যই রাতপ্রহরীরা বহু অশরীরীর পায়ের শব্দ শুনেতে পান। বৃষ্টি রাতে রেকর্ড করতে চাইবেন নাকি সেই পায়ের শব্দ। সেলফি তুলবেন অশরীরীর সাথে। কোট-প্যান্ট-টাই পরা সাহেব ভূতের সঙ্গে পাউট তুলতে চাইলে ঘুরে আসুন। যদি রাইটার্সের ঘরে সাহেব নাও থাকে তিন নম্বর ব্লকের সিঁড়ির ওখানে বুটের ভারী আওয়াজ শুনবেন। বিশ্বাস না হলে দোতলার চার নম্বর ব্লকে দামী স্যুট পরা লাশ আপনাকে দেখা দিয়েও অদৃশ্য হয়ে যাবে, দরজা খুলে কেউ কী ঢুকল ঘরে!  

Image result for GPO haunted kolkata

আসলে গোটা ডালহৌসি এলাকাই ভূতেদের রিয়েল এনটিটি। ওদের ভবিষ্যতের সংসার।

তাই তো জিপিওর কোণের ঘরে শোনা যায় নূপুরধ্বনি। সেই বাঈজী নাকি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমেও আসে। অনেকে আবার নিচে ঘোড়াকে দাঁড়িয়ে মাথা দোলাতেও দেখেছে। কী কান্ড। ঘোড়ার ঘোস্ট ড্রিম! আতরের খুশবু কিন্তু এখনও নির্জনের জিপিও-তে রয়েছে। যাবেন নাকি কোনও কাজে জিপিওতে…তবে রাতেই যাবে। সুন্দরী রমণী আপনাকে আপ্যায়ন করতে পারে।

 Image result for putul bari haunted kolkata

আহেরিটোলার কাছাকাছি পুতুল বাড়িও ভূতের বাড়ি নামেই খ্যাত। আবার অন্যদিকে মাঝেরহাট ব্রিজের কাছে বিশাল প্রাসাদের মতো বাড়ির কাছে অনেকেই লাল কুর্তা পরা একটি লোককে দেখেছেন, খুঁজে বেড়াচ্ছেন কাউকে। সেটা আপনি নয়তো! তাকে আমিও জিজ্ঞেস করতে গেছিলাম, এক্কেবারে উধাও! আমিও তখন উসেন বোল্ট। ছুটতে ছুটতে রেসের মাঠের বিপরীত দিকে পুলিশ ট্রেনিং স্কুলে এসে পৌঁছালাম।

অবাক কান্ড আমি ট্যাক্সিটা ধরতে যাব ঠিক তখনই সামনের এক খালি ট্যাক্সিতে কলকাতা পুলিশের এক অফিসার উঠে পিছন সিটে বসে পড়ল। আমিও পিছনের ট্যাক্সিতে উঠে ধাওয়া করলাম। তবে ধরার আগেই সে চিড়িয়াখানার সামনে চলন্ত ট্যাক্সি থেকে নেমে যায়।

Image result for haunted maidan kolkata

সে আবার হেস্টিংসের বাড়িতেই যাচ্ছে না তো। বৃষ্টি রাতে এসব পড়ে ভয় পাবেন না। একটু মাথা হ্যাং করে গেলে গঙ্গার হাওয়া খেয়ে হেঁটে আসুন। ওসব ভূত নেই। শুধু যদি আমার মতো বাগবাজারের গিরিশ ঘোষের বাড়িতে ইতিহাসের লোভে ঢোকেন শুনতে পাবেন, ‘ও বিনু, বিনু এলি!’ অনেকেই নাকি বলেন, গিরিশ ঘোষ নটী বিনোদিনীকে ডাকেন মনে হয়!

>কলকাতার ভূতেরা ইতিহাসের মোটা বই। বোঝাই যায় তারা একটু ভূতের ভবিষ্যতের পুরনো বাড়িতে আস্তানা নেয়। স্বাভাবিক। মানুষ যেখানে ভয় পায় ভূতও সেখানে থাকা শুরু করে দেয়। ওদের নিয়ে বেশি ঘাটানোই ভাল। না হলে আমার মতো শেওড়া গাছে ঝুলিয়ে দেবে। বলছি তো আমি এসব গল্প লিখছি। এগুলো সত্য। আমা কম্পিউটারের সামনে দাঁড়িয়ে লিখিয়ে নিচ্ছে হেস্টিংস। লর্ড কার্জন আমাকে বলছে আজই বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলাম। তুই কী ঐ জন্মে রাখী হাতে গান গেয়েছিলি, আমি অনেক বিনয় করে বললাম স্যার আমি তো ক্ষুদিরামের পাশের বাড়িতে থাকতাম, নেতাজীর বন্ধু। আপনি ওদের বি-বি-দী বাগ-এ পাবেন…কোথায় কোথায়…জিজ্ঞেস করতেই দে ছুট…ছুটছি… বলছি তো এসব নিছকই মজার জন্য লেখা, কোনও গুজব নয়, কেবলই ভূতের গল্প, বৃষ্টি রাতে কলকাতার ভূতের গল্প, সবই অদ্ভূতুড়ে…

 Image result for haunted kolkata

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উৎসবের রাশ কার হাতে থাকবে?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ এই প্রশ্ন তুলে ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের দু’জন পড়ুয়া। তাঁদের অভিযোগ, গত ২১ এবং ২২ মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। বরাবর...

PM Modi’s economic advisor on Kolkata: সিগারেট-মদেই ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে

জীবনে বড় কিছু করার কোনও ইচ্ছা নেই। মৃণাল সেনের সিনেমা পর্যন্তই দৌড় বাঙালিদের। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য তথা অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল। সিদ্ধার্থ আহলুওয়ালির 'দ্য নিওন শো' পডকাস্টে কলকাতা ও বাঙালিদের ‘অধঃপতন' নিয়ে মুখ খোলেন। তিনি দাবি করেন, বর্তমানে...

দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও

আবাস যোজনা এবং একশ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপিকে। কিন্তু তা নিয়ে গেরুয়া শিবির কোনও হেলদোল না দেখানোয় ফের সেই প্রসঙ্গ তুলে  বিজেপি তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রায় দু’সপ্তাহ ৩৫০ ঘণ্টা হয়ে গেল। বিজেপি এখনও আমার চ্যালেঞ্জ...

Rat inKMC: ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

কলকাতা পুরসভায় ইদুরের তাণ্ডব দীর্ঘদিনের। তার ওপর সম্প্রতি সাপের দেখা মিলেছে পুরসভার ট্রেজারি বিভাগে। যার ফলে পুরসভা কর্মীদের আতঙ্ক বেড়েছে। এমন অবস্থায় কামড়ের ভয়ে অনেকেই চেয়ারে পা তুলে বসে থাকছেন। এর ফলে আবার দেখা দিচ্ছে পায়ের ব্যাধি। তারওপর ইঁদুর মারার নির্দেশ নেই। কারণ বিশ্ব...

আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর

৩১ তারিখ নয়, ২৮ মার্চ তারিখেই আর্থিক বছর শেষ হয়ে যাচ্ছে। কারণ আর্থিক বছরের শেষ তিনদিন ছুটি। সুতরাং বন্ধ থাকবে সরকারি অফিস। শুক্রবার গুড ফ্রাইডে, শনিবার এবং রবিবার উইকেন্ডের স্বাভাবিক ছুটি। আর তার জেরে ৩১ মার্চের বদলে ২৮ মার্চ তারিখই আর্থিক বছরের শেষদিন হিসেবে...

Panchayet board: লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

লোকসভা ভোটের আগে আরও একটি পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল। গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে বোর্ড গঠন করেছিল রামধনু জোট। তবে দু’দফায় আস্ত পঞ্চায়েতে দখল করে নিল তৃণমূল। কংগ্রেস, বিজেপি ও সিপিএমের প্রধান, পঞ্চায়েত সদস্যরা একে একে ঘাসফুলে যোগ দিতেই পঞ্চায়েতটি রামধনু জোটের হাতছাড়া হয়েছে।...

Teachers scuffle: চাবি নিয়ে স্কুলের মধ্যেই ২ শিক্ষকের মারামারি, হাতে কামড়ে দিলেন হেডমাস্টার

ন্যক্কারজনক ঘটনা ঘটল স্কুলে। প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল স্কুল চত্বর। কিল, চড়, ঘুষি, থাপ্পড় তো বটেই এমনকী এক শিক্ষককে কামড়ে দিলেন অপর শিক্ষক। এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি মালদার মানিকচকের এনায়েতপুর হাইস্কুলের। শুধুমাত্র চাবি...

Kunal Gosh: ভোটের মুখে ৩ TMC নেতাকে NIA তলব, ‘এলাকা ফাঁকা করাতে চায় বিজেপি’ তোপ কুণালের

আগামী মাস থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ফলে এই মুহূর্তে ভোটের পারদ ক্রমেই চড়ছে। নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। ঠিক সেই মুহূর্তে মেদিনীপুরের কয়েকজন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে এনআইএ। বৃহস্পতিবার তাদের নিউটাউনের এনবিসিসি স্কোয়ারে এনআই-এর দফতরে ডেকে পাঠানো হয়েছে। আর এই নিয়ে শুরু...

June Malia: নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার, বিধিভঙ্গের অভিযোগে জুনের বিরুদ্ধে কমিশনে BJP

এবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে। অভিযোগ, তিনি লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সরকারি প্রকল্পের ট্যাবলোতে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করেছেন। বিরোধীদের অভিযোগ, এভাবে নির্বাচনী প্রচারের কাজের জন্য এভাবে শিশুদের ব্যবহার বা সরকারি প্রকল্পের বিজ্ঞাপনকে...

Krishnanagar to Amghata Rail Line: CRS অনুমোদন পেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন! কবে ট্রেন ছুটবে? আর কতদূরে নবদ্বীপ?

‘পরীক্ষা’-র পরদিনই ‘রেজাল্ট’ পেয়ে গেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন। আর তাতে ভালোভাবে ‘পাশ’-ও করে গেল। অর্থাৎ পরিদর্শনের পরদিনই কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেয়ে গেল কৃষ্ণনগর-আমঘাটা লাইন। যে লাইনের মাধ্যমে ভবিষ্যতে কৃষ্ণনগর এবং নবদ্বীপধামকে জুড়ে ফেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। তবে আমঘাটা থেকে নবদ্বীপঘাট পর্যন্ত অংশের...

Mahua Moitra: প্রচারের ব্যস্ত, ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছেন না মহুয়া মৈত্র

ইডির তলবে দিল্লি যাচ্ছেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কারণ হিসাবে তিনি জানিয়েছেন, প্রচারে ব্যস্ত থাকার জন্যই এই সিদ্ধান্ত। কালীগঞ্জে প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। সে কারণে তিনি যাচ্ছেন না।বৃহস্পতিবার এক টিভি চ্যানেলের প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, 'এখন ৯টা ৪০ বাজে। আমি কৃষ্ণনগরের বাড়ি...

CISF Jawan dead in Kolkata Airport: সকাল সকাল গুলির আওয়াজে কেঁপে উঠল কলকাতা বিমানবন্দর, মৃত্যু CISF জওয়ানের

বৃহস্পতিবার সকালে রক্তাক্ত কাণ্ড কলকাতা বিমানবন্দর চত্বরে। সকাল সকাল বিমানে চেপে গন্তব্যে পৌঁছানোর জন্যে শ'য়ে শ'য়ে যাত্রী বিমাবন্দরের বিভিন্ন গেট দিয়ে ঢুকছেন তখন। এমনই সময় কলকাতা বিমানবন্দরের ৫ নম্বর গেটের আশপাশটা কেঁপে ওঠে গুলির আওয়াজে। সকাল সকাল এহেন আওয়াজে স্বভাবতেই সবাই খুবই আতঙ্কিত হয়ে...