
প্রতিদিনই ইকো পার্কে মানুষের ভিড় লেগে থাকে। রবিরার সন্ধ্যায় ঝড়-বৃষ্টি নামতেই ঘটল বিপর্যয়। হুড়মুডিয়ে ভেঙে পড়ল ইকো পার্কের একটি রাইড। আহত ১০ জন শিশু। ইকো পার্কের জাম্পিং বেড উলটে মারাত্মক জখম দুই শিশু। দুর্ঘটনায় ক্ষুব্ধ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যতক্ষণ না দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট হাতে আসছে, ততক্ষণ ইকো পার্কের সমস্ত রাইড বন্ধ থাকবে।

রবিবারের দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ৩বছর ৪মাসের রিয়ান নায়েক ও বছর ৮’র মনীষা নায়েক। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় রিয়ানকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মনীষা ভরতি জরুরি বিভাগে। অত উঁচু থেকে পড়ার কারণে বুকে গুরুতর চোট লেগেছে দুই ভাইবোনের
।
ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে হিডকো। যতক্ষণ না দোষীরা চিহ্নিত হবে ততক্ষণ সমস্ত রাইড বন্ধ থাকবে। আজকের মধ্যেই এই রিপোর্ট জমা দেওয়ার কথা।
Facebook Comments