চুল ঝরা র হাত থেকে নিস্তার পাবার ৫ টি উপায় ।

চুল ঝরা র হাত থেকে নিস্তার পাবার ৫ টি উপায় ।

চুল ঝরে পড়া  আজকাল  একটি বড়  সমস্যা । দূষণ , অনিয়মিত খাওয়া  দাওয়া ,  বিভিন্ন  ধরণের  ওষুধ  খাওয়া  ও  শ্যাম্পু ব্যাবহারে  চুল  ঝরার সমস্যা দেখা  যায় । যেভাবে  আমাদের  শরীরের    খাবারের  প্রয়োজন  ,  ঠিক সেইভাবে চুলের  ও খাবারের প্রয়োজন হয় ।

 

পেয়াজ

 

 

পেয়াজ চুলের জন্য খুব উপকারী । বৈজ্ঞানিক ভাবে প্রমানিত পেয়াজের রস ব্যবহার করলে চুল পরা কমে ও নতুন চুল গজায় । কারন পেয়াজে সালফার আছে যা চুলের জন্য খুব উপকারী । একটি পেয়াজ ঘসে নিন / মিক্সিতে পেস্ট করে  নিন । একটি পাতলা কাপর / চার ছাকনী দিয়ে রসটা  নিয়ে  নিন । এবার এচ চামচ মধু ও নারকেলতেল / অলিভ অয়েল ৩/৪ ফোটা  মিশিয়ে নিন । মাথার যে অংশে চুল কম  সেখানে ভাল করে লাগান । পুরো মাথায় ভাল করে লাগান। ১/২ ঘণ্টা রাখুন । তারপর শেম্পু দিয়ে ধুয়ে  নিন । এই  প্রক্রিয়া সপ্তাহে ৩ বার অবশ্যই করবেন ।  ২ মাস এইভাবে  পেয়াজের রস  লাগান চুল পরা বন্ধ হবেই ।

আমলকী

আমলকী খুব উপকারী চুল কালো রাখে ও চুল ঝরা কমিয়ে দেয় । আমলকীতে  প্রচুর  পরিমানে  পটাসিয়াম ,ফাইবার ও ম্যাগনেসিয়াম  আছে যা চুলের জন্য খুব উপকারী।  ২/৩ টি আমলকী মিক্সিতে পেস্ট করে রস নিয়ে  নিন । এবার তাতে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে মাথায় লাগান । এই উপায় সপ্তাহে ৩/৪ বার করুন চুল ঝরা কমে যাবে । আমলকীর রস এক চিমটি বিট নুন মিশিয়ে  পান করুন ।সকালের জলখাবার  খাবার ১ ঘণ্টা পর পান করুন  ।  লিভারের জন্য আমলকী খুব উপকারী। আমলকী ঠাণ্ডা হয় । তাই শীতের দিনে প্রয়োগ করবেন না । ঠাণ্ডা লেগে যাবে।

 

নারকেল তেল

 

নারকেল তেল চুলের জন্য খুব উপকারী । এই তেলে প্রোটিন আছে যা চুলকে রুক্ষ হতে দেয় না । নারকেল তেলে আধাটা লেবু চিপে ভাল করে মিশিয়ে নিন । এবার মাথায় ভালো করে লাগান ।২ ঘণ্টা রাখুন । তারপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে শেম্পু করে  নিন। ১১ দিন এই উপায় করুন চুল পরা কমে যাবে।  নারকেল তেলে ৩/৪ টি রসুন  কুচি করে দিয়ে গরম করে নিন।   ওই তেল দিয়ে মাথায় মালিশ  করুন । দুই ঘণ্টা রাখার পর চুল ধুয়ে নিন । চুলের গোরা  শক্ত হবে ও চুল পরা  কমে যাবে ।

 

আদা রসুন

 

আদা ও রসুনের রস চুলের জন্য খুব উপকারী । কিছুটা  আদা ও ৪/৫ কোয়া  রসুন মিক্সিতে পেস্ট করে রস নিয়ে  নিন । এবার রাতে শোবার আগে ১৫/২০ মিনিট মাথায় মালিশ করুন । চুল ধুবেন না সারা রাত এইভভাবেই রেখে দিন। পরদিন সকালে উষ্ণ গরম জল দিয়ে মাথা ধুয়ে তারপর শেম্পু করবেন । ১৫ দিন এই মিশ্রণ   লাগান চুল পরা বন্ধ হবেই আর নতুন চুল গজাবে ও চুল ঘন হবে ।

 

পেয়ারা ও পেয়ারা পাতা

 

 

পেয়ারার পাতা চুলের জন্য খুব উপকারী । পেয়ারায় ভিটামিন – B3,B5 ও  B6 আছে যা চুল ও   আমদের স্কাল্পের  জন্য খুব উপকারী ।পেয়ারা পাতায় ৯% পটাসিয়াম ,  ২% জিংক ও ২% প্রোটিন আছে । তাতে মাথা চুলকায়  না , খুসকি  ও হয় না । এতে চুল ঘন ও লম্বা হয় । ৭/৮ টি পেয়ারা পাতা  এক কাপ জলে দিয়ে ফুটিয়ে নিন । ১৫/২০  মিনিট মিডিয়াম আঁচে ফোটানোর  পর নামিয়ে নিন । জলটা ঠাণ্ডা  হলে  ছেকে চুলে লাগিয়ে নিন । ১ ঘণ্টা লাগিয়া রাখুন। তারপর জল দিয়ে মাথা ধুয়ে নিন ।  একটা  পাকা পেয়ারা মিক্সিতে  পেস্ট করে তাতে এক চামচ মধু ও অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।  চুলে লাগাবার আগে একটু জল দিয়ে চুল  ভিজিয়ে নিন । এবার চুলে মিশ্রণটি লাগান । ৪৫ মিনিট লাগিয়ে রাখুন । তারপর শেম্পু করে নিন । চুল পরা একদম কমেয় যাবে । সপ্তাহে ৩ বার করবেন এই উপায় ।     

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here