Home খেলাধুলো নারীবিদ্বেষী মন্তব্যের জেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে হার্দিক-রাহুল

নারীবিদ্বেষী মন্তব্যের জেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে হার্দিক-রাহুল

নারীবিদ্বেষী মন্তব্যের জেরে অনিশ্চিত ভবিষ্যতের মুখে হার্দিক-রাহুল

বিদ্বেষমূলক মন্তব্য ,তাও আবার ন্যাশনাল টেলিভিশনের জনপ্রিয় এক টক শো’র মন্ঞ্চে। চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের দুই নির্ভরযোগ্য সদস্য হার্দিক পান্ডিয়া, কেএল রাহুলের নজিরবিহীন নারীবিদ্বেষী,বা পরোক্ষ বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য নির্বাসিত হলেন দুজনেই । প্রশাসকদের কমিটির প্রধান বিনোদ রাই এই সিদ্ধান্তের কথা জানালেন “তদন্ত চলা পর্যন্ত দু’জনেই নির্বাসিত থাকছে।” তদন্ত শুরুর আগে দু’জনকে আবার শোকজ করা হবে ।

সূত্রের খবর অনুযায়ী দু’জনকেই ফেরানো হবে অস্ট্রেলিয়া থেকে । শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচের দলে কাউকেই রাখা হচ্ছে না। ঋষভ পন্থ ও মণীশ পাণ্ডেকে বদলি হিসেবে পাঠানো হতে পারে অস্ট্রেলিয়ায়।