
উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করল নিখিল ভারত হিন্দু মহাসভার নেত্রী পূজা পাণ্ডে এবং তাঁর স্বামী অশোক পাণ্ডেকে । গত ৩০ জানুয়ারি গান্ধীজির মৃত্যুবার্ষিকীর দিন আলিগড়ে গান্ধীজির কুশপুত্তলিকায় গুলি করে প্রতীকী ‘খুন’ করেন তিনি তার জেরেই এই গ্রেফতার।
ঘটনার ভিডিও ভাইরাল হলে সারা দেশে বিতর্ক শুরু হয়। পুলিশে অভিযোগ দায়ের হৎআর পর এদিন উত্তরপ্রদেশের তাপ্পাল থেকে দুজনকে গ্রেফতার করে স্থানীয় আদালতে পেশ করা হয়।
Facebook Comments