Home খেলাধুলো ১৬ বছর বাদে কি আইলিগ খেতাব পেতে পারে! চেন্নাই দোষী প্রমাণিত হলেই ঘটতে পারে এই ঘটনা

১৬ বছর বাদে কি আইলিগ খেতাব পেতে পারে! চেন্নাই দোষী প্রমাণিত হলেই ঘটতে পারে এই ঘটনা

১৬ বছর বাদে কি আইলিগ খেতাব পেতে পারে! চেন্নাই দোষী প্রমাণিত হলেই ঘটতে পারে এই ঘটনা

আই লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ অর্থাৎ চেন্নাই সিটি এফসি বনাম মিনার্ভা এফসি ম্যাচ নিয়ে তদন্ত চলছে। চেন্নাইয়ের হাতে যদিও ট্রফি তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য চ্যাম্পিয়নের দাবিদার ছিল চেন্নাই আর ইস্ট বেঙ্গল দুদলই। চ্যাম্পিয়ন হতে হলে চেন্নাইকে জিততেই হত আর লাল হলুদকে জিতেও অপেক্ষা করতে হত চেন্নাইয়ের পয়েন্ট নষ্টের। দ্বিতীয়ার্ধে পেড্রো মান্জির গোলে সমতায় ফেরে চেন্নাই এবং ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় তারা। এই পেনাল্টি এবং ম্যাচের ফুটবলার পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ম্যাচ কমিশনার রিপোর্ট জমা দিলে চেন্নাই-মিনার্ভা ম্যাচ নিয়ে তদন্ত শুরু করেন ফেডারেশনের ইনটিগ্রিটি অফিসার জাভেদ সিরাজ।
যদি দোষ প্রমাণিত হয়, তাহলে আই লিগের খেতাব কেড়ে নেওয়া হতে পারে চেন্নাই সিটি এফসির। এপ্রসঙ্গে আই লিগ সিইও সুনন্দ ধর জানান, “অলিম্পিকে মেডেল আগে দিয়ে দেওয়া হলেও পরে দোষী প্রমাণিত হলে তা কেড়ে নেওয়া হয়। আই লিগেও তাই হবে। যদি তদন্তে প্রমান হয় যে চেন্নাই-মিনার্ভা ম্যাচে গড়াপেটা হয়েছিল, তাহলে চেন্নাই সিটির আই লিগ খেতাব কেড়ে নেওয়া হবে।ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।”