
ওয়েব ডেস্ক~ ২৪ ঘন্টাও কাটেনি, তার ভিতরেই নিজেদের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশনামা প্রত্যাহারে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। গতকালই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঘোষণা করেছিলেন। “ভুয়ো খবর” ছড়ানোর দায়ে ছয় মাস সময়সীমা থেকে শুরু করে একজন সাংবাদিকের স্বীকৃতি স্থায়ীভাবে বাতিল করবে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রক।
The PIB circular on #FakeNews control is a brazen attempt to curb press freedom, a sure sign that the Govt has lost its way. We demand the immediate withdrawal of such a draconian move. And
what about #FakeNews spread by a political party on a regular basis ?— Mamata Banerjee (@MamataOfficial) April 3, 2018
এরফলে সংবিধানের এক একক স্তম্ভ সংবাদ মাধ্যমের উপর সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপের বিপক্ষে সওয়াল উঠতে শুরু হয়। বিরোধিতা করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, নিউজ ও মিডিয়া সম্পর্কিত সংগঠনগুলি। তার ফলে বাধ্য হয়ে হস্তক্ষেপ করে প্রধানমন্ত্রীর দপ্তর। যার ফলে আজ চার পাতার বিবৃতি জারি করে সরকারের তরফে জানানো হয়েছে, অ্যাক্রিডেশন এর কোনও নিয়ম বদল করা হচ্ছেনা।
.@MIB_India is more than happy to engage with journalist body or organisation/s wanting to give suggestions so that together we can fight the menace of ‘fake news’ & uphold ethical journalism. Interested journalists and/or organisations may feel free to meet me at @MIB_India. 2/2
— Smriti Z Irani (@smritiirani) April 3, 2018