
নিজস্ব প্রতিনিধি~ আসানসোল উত্তরে রামনবমীর মিছিল ঘিরে সৃষ্টি হওয়া হিংসার জেরে খুন হয়েছিলেন নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লা রাসিদির ছোট ছেলে। সেই সময় সংযম ও মহত্ত্বের পরিচয় দিয়ে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন রাসিদি। ছেলের মৃত্যুশোক সহ্য করে ও এলাকায় শান্তিরক্ষার আবেদন জানিয়েছিলেন তিনি। ফলে বড়সড় অশান্তির হাত থেকে রক্ষা পেয়েছিল আসানসোল। এই ভূমিকার জন্য রাজ্য সরকার তাঁকে বঙ্গসম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেয়। আগামী ৯ জুন কোলকাতায় রাজ্য শিশু সুরক্ষা দিবস পালিত হবে। সেদিন ইমাম মহম্মদ ইমদাদুল্লাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছে রাজ্য সরকার।
Facebook Comments