Home খেলাধুলো ২০১৮ কমনওয়েলথে ভারতের প্রথম সোনা

২০১৮ কমনওয়েলথে ভারতের প্রথম সোনা

২০১৮ কমনওয়েলথে ভারতের প্রথম সোনা

কমনওয়েলথে পুরুষদের ৫৬কেজি বিভাগে গুরুরাজ জিতলেন রুপো। মহিলাদের ৪৮ কেজি  বিভাগে সোনা জিতলেন বিশ্ব চ্যাম্পিয়ন মিরাবাঈ চানু৷ ৮৬ কেজি স্ন্যাচ ও ১১০ কেজি ক্লিন অ্যান্ড জার্কে ওজন তুলে মোট ১৯৬ কেজি ওজন তোলেন চানু৷ ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা৷

কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জেতেন গুরুরাজ৷ ১১১ কেজি স্ন্যাচ ও ১৩৮ কেজি ক্লিন অ্যান্ড জার্ক মিলে মোট ২৪৯ কেজি ওজন তোলেন এই ভারোত্তোলক৷  গুরুরাজের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এটিই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here