ওয়েব ডেস্কঃ নিজের প্রযোজনায় সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি “প্যাডম্যান” প্রচারের জন্য স্যানিটারি ন্যাপকিন হাতে ছবি তুলে এবং instagram অন্যদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিতর্কে এবং সমালোচনায় জড়ালেন twinkle khanna । Palash chatterjee নামক একজন twitter user এর জন্য প্রশ্ন করেন অভিনেত্রীকে। যার উত্তরে প্রাক্তন নায়িকা জানান, তিনি ২০১৫ সালে ঋতুস্রাব নিয়ে একটি লেখা লিখেছেন এবং এ বিষয়ে তার লেখা বইতেও উল্লেখ আছে। কিন্তু এক্ষেত্রে স্বাভাবিক ভাবেই কোথাও প্রশ্ন উঠছে টুইঙ্কলের শিক্ষাগত যোগ্যতা নিয়েও।
এই চ্যালেঞ্জে অংশ নিয়ে ইতিমধ্যে নিজেদের ইন্সটাগ্রাম / টুইটে ছবি পোষ্ট করেছেন দীপিকা পাড়ুকোন, সোনম কাপু্র আমির খান, রাজকুমার রাও, অনিল কাপুর, শাবানা আজমি কেও দেখা গেছে এই মহিলাদের ব্যবহার্য স্যানিটারি ন্যাপকিন হাতে বিভিন্ন ভঙ্গিমায় ছবি দিতে।
Facebook Comments