
ওয়েব ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ১৫ বছর পুরনো মানবপাচার কেসে ২ বছরের জন্য জেল হয়েছে দালের মেহেন্দির। ভাই শামসের সিং কেও ২ বছরের সাজা শোনাও হয়। এছাড়া পাটিয়ালা কোর্ট দুজনকে জরিমানাও দিতে বলা হয়েছে।
শুক্রবার শোনানির সময় পাটিয়ালা কোর্টে দালের মেহন্দিকে দোষী সাব্যস্ত করে ও শাস্তি ঘোষণা করে। মামলা চলাকালীন দালের মেহন্দি ও তার ভাই শামসের সিংয়ের উপর মোট 31 কেস জমা পড়েছিল। প্রথম কেস 2003 সালে আমেরিকার কোর্টে জমা পরে। কারণ এই কান্দে বেশির ভাগ মানুষকে আমেরিকায় পাঠানো হয়েছিল।
Facebook Comments