Home আপডেট কমনওয়েলথে জোড়া সোনা ভারতের~ পদকতালিকায় তিনে ভারত

কমনওয়েলথে জোড়া সোনা ভারতের~ পদকতালিকায় তিনে ভারত

কমনওয়েলথে জোড়া সোনা ভারতের~ পদকতালিকায় তিনে ভারত

স্পোর্টস ডেস্ক~ দুই চানুর পর  কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ভারতের মেয়ে পুনম যাদব৷মেয়েদের ৬৯ কেজি বিভাগে সোনা জিতলেন পুনম৷ ২০১৮ কমনওয়েলথ গেমসে এটি ভারতের পঞ্চম সোনা৷

মেয়েদের ৬৯ কেজি বিভাগে মোট ২২২ কেজি ওজন তুলে সোনা জিতলেন পুনম যাদব৷ হারালেন ইংল্যান্ডের সারহা ডেভিসকে৷ পুনমের থেকে এক কেজি কম ভার তুলে রুপো পেয়েছেন সারহা৷
Image result for punam yadav

পুনমের পরে ষষ্ঠ সোনা এল  মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে। সোনা জিতলেন হরিয়ানার মনু ভাকের৷ একই ইভেন্টে রুপো জিতলেন ভারতের হেনা সিন্ধু৷ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২২৪.১ স্কোর করে তৃতীয় স্থানে থেকে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় শুটার রবি কুমার।
Image result for manu baker
২০১৮ কমনওয়েলথের চতুর্থ দিনে ছ’টি সোনা, দুটি রুপো এবং দু’টি ব্রোঞ্জ সহ ভারতের মোট পদক সংখ্যা ১০টি৷ এর আগে ২০১৮ মার্চে মেক্সিকোতে প্রথমবার সিনিয়র শ্যুটিং বিশ্বকাপের মঞ্চে সর্বকণিষ্ঠ ভারতীয় মহিলা শ্যুটার হিসাবে সোনা জয়ের রেকর্ড গড়েছেন মনু৷ ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও বাজিমাত করেছিলেন হরিয়ানার কিশোরি৷ ওমপ্রকাশ মিথারভালের সঙ্গে জুটি বেঁধে বিশ্বকাপ থেকে ভারতকে তৃতীয় স্বর্ণপদক এনে দিয়েছিলেন তিনি৷ আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে মনু ব্যাক্তিগত ও দলগত ইভেন্টে মোট দু’টি সোনা জিতেছিলেন৷ স্বাভাবিকভাবেই হরিয়ানা গার্লের উপর নজর ছিল সবার৷ গোল্ড কোস্টে সোনা জিতে মনু নিজেক আবার প্রমাণ করলেন৷

Image result for manu baker commonwealth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here