Home খেলাধুলো দু ম্যাচ বাকি থাকতেই কিউয়িভূমে একদিনের সিরিজ জিতল বিরাটরা

দু ম্যাচ বাকি থাকতেই কিউয়িভূমে একদিনের সিরিজ জিতল বিরাটরা

দু ম্যাচ বাকি থাকতেই কিউয়িভূমে একদিনের সিরিজ জিতল বিরাটরা

∆ নিউজিল্যান্ড :-

২৪৩/১০

( রস টেলার ৯৩)

∆ ভারত :-

২৪৪/৩

( রোহিত ৬২,কোহলি ৬০)

বে ওভালেই ৩য় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ২ ম্যাচ বাকি থাকতেই অধিনায়ক বিরাট দেশে ফেরার আগেই একদিনের সিরিজ জিতলো ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই অর্ধশতরান করলেন।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। কলিন মুনরো(৭) আর মার্টিন গাপটিলকে(১৩) দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠান মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। উইলিমসনকে ২৮ রানে আউট করেন চাহাল । রস টেলর ও টম ল্যাথাম চতুর্থ উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন । ল্যাথাম ৫১ রানে আউট হলেন। ৯৩ রানে আউট হন রস টেলর। ৪৯ ওভারে ২৪৩ রানে অল আউট হয় নিউজিল্যান্ড।মহম্মদ শামি ৩টি ,ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহল ও হার্দিক পাণ্ডিয়া ২টি করে উইকেট নেন।

২৪৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরুটা ভালো করে। শিখর ধাওয়ান আউট হন ২৮ রানে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দ্বিতীয় উইকেট জুটিতে ১১৩ রানের পার্টনারশিপ গড়েন। ভারতের জয়ের পথ সুগম করে দেন। কোহলি(৬০) আর রোহিত(৬২) দুজনেই অর্ধশতরান করে আউট হন। এরপর আম্বাতি রাইডু ও দীনেশ কার্তিক জুটি ভারতকে জয় এনে দেন। রাইডু ৪০ রানে অপরাজিত । ৩৮ রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। ৪৩.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।