Home আপডেট চিনে নতুন করে করোনা হানা ~ মূল ভূখণ্ডে নতুন আক্রান্ত ৫৫……

চিনে নতুন করে করোনা হানা ~ মূল ভূখণ্ডে নতুন আক্রান্ত ৫৫……

চিনে নতুন করে করোনা হানা ~ মূল ভূখণ্ডে নতুন আক্রান্ত ৫৫……

চিনে ফের হানা করোনাভাইরাসের। দেশের মূল ভূখণ্ডে সোমবার নতুন করে ৫৫ জনের কোভিড-১৯ সংক্রমণের হদিশ মিলেছে। আক্রান্তদের মধ্যে ৪২ জনেরই সংক্রমণ ঘটেছে স্থানীয়ভাবে। বাকিরা মূল ভূখণ্ডের বাইরে থেকে আসা। জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার এ কথা জানিয়েছে।স্থানীয়ভাবে ৪০ জনের শরীরে ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে। এছাড়াও রাজধানী বেজিং ও হেইলংজিয়াং প্রদেশে একজন করে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। কমিশনের দৈনিক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।কমিশন জানিয়েছে. ওই ৫৫ জনের টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। নতুন করে  আক্রান্ত বলে কাউকে সন্দেহ  করা হচ্ছে না। সোমবার রোগ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১ জন করোনা রোগী। নতুন করে মৃত্যুরও কোনও খবর নেই। সোমবার পর্যন্ত চিনের মূল ভূখণ্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪,৪৪৩। এই আক্রান্তদের মধ্যে ৪,১৫২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ২৯১। বহিরাগত আক্রান্তদের ক্ষেত্রেও মৃত্যুর কোনও খবর নেই। সোমবার পর্যন্ত চিনের মূল ভূখণ্ডে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮৭,৫৯১। এরমধ্যে চিকিৎসাধীন ৬৯৭ জন। এরমধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। মূল ভূখণ্ডে রোগ সারিয়ে সুস্থের সংখ্যা ৮২,২৬০। কমিশনের তথ্য অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ৪,৬৩৪।কমিশন জানিয়েছে, আক্রান্তদের সংস্পর্শে এসেছে, এমন ২৭,৮৩০ জনকে মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে।সোমবার ৮১ টি উপসর্গহীন আক্রান্তের খবর জানা গিয়েছে। এরমধ্যে ১০ জন বহিরাগত।  মোট ৫৬৫ উপসর্গহীন আক্রান্ততে মেডিক্যাল নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে ২৫৬ জন বহিরাগত।উল্লেখ্য, চিনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল। এরপর থেকে এই ভাইরাস ধীরে ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনা অতিমারী রুখতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি করা হয়। অর্থনীতির দশা বেহাল হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়া হয়েছে।  টিকাকরণের কাজও শুরু হয়েছে একাধিক দেশে।