ISIS ঘাঁটি নির্মূল করতে পাকিস্তান-আফিগানিস্তান সীমান্তে পৃথিবীর সব থেকে বড় বোমা ফেললো আমেরিকা

ISIS ঘাঁটি নির্মূল করতে পাকিস্তান-আফিগানিস্তান সীমান্তে পৃথিবীর সব থেকে বড় বোমা ফেললো আমেরিকা

পাকিস্তান-আফিগানিস্তান সীমান্তে নাঙ্গারহার এলাকায়  পৃথিবীর সবথেকে বড় অ-পরমানু বোমা,  GBU 43 দিয়ে আক্রমন চালাল আমেরিকা। যা পাকিস্তানের পেশওয়ার থেকে মাত্র ১১৫কিমি দুরত্বে অবস্থিতেই নাঙ্গারহার এ হামলার মূল লক্ষ্য ছিল আইসিস কবলিত গূহা এবং ঘাঁটি গুলি।

 

পৃথিবীর সব থেকে বড় অ-পরমানু বোমা GBU 43  যাতে ১0 হাজারকিলো TNT  বিস্ফোরক থাকে একে বলা হয়ে “Mother of all Bombs”, পৃথিবীর বুকে এই প্রথম এত শক্তিশালি বোমার আঘাতে প্রছুর ক্ষয়ক্ষতি এবং প্রানহানী র আশঙ্কা করা যাচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যে ৭টায় ২০,০০০ ফুট উপরথেকে এই বোমা ফেলা হয় বলে পেন্টাগন এর তরফে জানান হয়। প্রেসিডেন্ট ট্রাম্প আতঙ্কবাদীদের বিরুদ্ধে দেশের বিমান বাহিনীর এই হানা কে অভিনন্দন জানিয়েছেন।

 

https://www.youtube.com/watch?v=HMWn-Isz3b8

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here